সংবাদ শিরোনাম ::
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন আনচি (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আঞ্জুয়ারা খাতুন উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে।
মোবরকগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. তৌহিদুর রহমান বলেন, আঞ্জুয়ারা খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গত রাতেও স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল। রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ৭৪৭ নম্বর ট্রেনে কাটা পড়ে। এরপর যশোর থেকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুধবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।
যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনে কাটা পড়ে নিহত নারীর লাশ উদ্ধার করেছে।