সংবাদ শিরোনাম ::
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২ ১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
নিহতের নাম মকবুল (৩৫)। তবে তিনি বিএনপির কর্মী কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার বিকালে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া যুগান্তরকে বলেন, নয়াপল্টন থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ১০-১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।