নারায়ণগঞ্জের সোরারগাঁওয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / 61
সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দরিকান্দী বাংলা ফুড কারখানার সামনে থেকে অজ্ঞাত (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের দরিকান্দী বাংলা ফুড কারখানার পাশ্বে অজ্ঞাত এক যুবকের লাশ দেখে পুলিশকে খবরদেয় এলাকাবাসী। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, মহাসড়কের দরিকান্দী এলাকায় এক যুবকের লাশ দেখ পুলিশকে খবরদেয় এলাকাবাসী। পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।


























