নিক্সন চৌধুরীর প্রশ্ন : জেলা প্রশাসক যে অপরাধ করেছে তাঁর কি বিচার হবে ?

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণের পক্ষে কথা বলায় আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে আমি সেই মামলা আদালতে মোকাবেলা করবো। কিন্তু হাই কোর্টের সংবিধান লঙ্ঘন করে আমার কথা রেকর্ড ও এডিট করে ফরিদপুরের জেলা প্রশাসক পাবলিকের কাছে ছেড়ে দিয়ে যে অপরাধ করেছে তাঁর কি বিচার হবে? বিকেলে তাঁর নির্বাচনী এলাকা ভাঙ্গায় নির্মাণাধীন ঐতিহাসিক ঈদগাও মাদ্রাসার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একটি সংক্ষিপ্ত জনসভায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান ইছাহাক মোল্লা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, ইউপি চেয়ারম্যান এডভোঁকেট সামসুল আলম রাসেল, তরুণ সমাজকর্মী ইসমাইল মুন্সী, লাব্লু মুন্সী, রাজিবুল হক বাবু ।

Leave A Reply

Your email address will not be published.

Title