ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 6

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ার খুটাখালীতে পীর আবদুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর নিজের স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্ছপিয়া ডুলাহাজারা, ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ। জনগণ বিপুল ভোটে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।

বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিনি নিজেই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করছি।

এর আগে পাঁচ দিনের সফরে সালাহউদ্দিন আহমদ সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত এক সফরসূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বিরামহীন প্রচারণা চালাবেন।ltw

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন

আপডেট সময় : ১০:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ার খুটাখালীতে পীর আবদুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর নিজের স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্ছপিয়া ডুলাহাজারা, ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ। জনগণ বিপুল ভোটে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।

বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিনি নিজেই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করছি।

এর আগে পাঁচ দিনের সফরে সালাহউদ্দিন আহমদ সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত এক সফরসূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বিরামহীন প্রচারণা চালাবেন।ltw