ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 5

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য।

তিনি বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে, আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে দেওয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে, যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।”

দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এই প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সল মুরাদ বলেন, “নির্বাচনে নানা অনিয়ম হচ্ছে। আমাদের অভিযোগ, পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করছে। নির্বাচন চলাকালীন সময়ে যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে কি নিয়ম প্রতি মিনিটে মিনিটে বদলাবে? যদি এটি অনুমোদিত হতো, তাহলে আমরাও স্লিপ বিতরণ করতাম। কিন্তু আমাদের তা করতে দেওয়া হয়নি। এর অর্থ হলো তারা আগে থেকেই স্লিপ প্রস্তুত করে এনেছে।”

তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি সক্রিয় বলয় কাজ করছে। একটি বলয় ছাত্রদল সমর্থিত প্যানেলকে ধারাবাহিকভাবে সুবিধা দিচ্ছে, আরেকটি বলয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দিচ্ছে। এসব বলয়ের কারণেই নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের বারবার হতাশ করেছে।

এই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে’

আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য।

তিনি বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে, আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে দেওয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে, যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।”

দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এই প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সল মুরাদ বলেন, “নির্বাচনে নানা অনিয়ম হচ্ছে। আমাদের অভিযোগ, পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করছে। নির্বাচন চলাকালীন সময়ে যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে কি নিয়ম প্রতি মিনিটে মিনিটে বদলাবে? যদি এটি অনুমোদিত হতো, তাহলে আমরাও স্লিপ বিতরণ করতাম। কিন্তু আমাদের তা করতে দেওয়া হয়নি। এর অর্থ হলো তারা আগে থেকেই স্লিপ প্রস্তুত করে এনেছে।”

তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি সক্রিয় বলয় কাজ করছে। একটি বলয় ছাত্রদল সমর্থিত প্যানেলকে ধারাবাহিকভাবে সুবিধা দিচ্ছে, আরেকটি বলয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দিচ্ছে। এসব বলয়ের কারণেই নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের বারবার হতাশ করেছে।

এই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।