ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 11

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি চট্টগ্রামগামী লেনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় একই লেনে চলন্ত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এবং বাসে থাকা এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়।

ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। বাসটিকে উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

আপডেট সময় : ০৬:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি চট্টগ্রামগামী লেনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় একই লেনে চলন্ত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এবং বাসে থাকা এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়।

ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। বাসটিকে উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।