পদযাত্রা ও লংমার্চ: কোনটি কেমন ও কী পার্থক্য?

- আপডেট সময় : ০২:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
তরুন বেগী : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি কর্মসূচীর ঘিরে পদযাত্রা ও লংমার্চ শব্দ দুটি বেশ আলোচনায়। এই কর্মসূচী ঘিরে বুধবার দিনব্যাপী গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ১ লা জুলাই থেকে এনসিপি দেশব্যাপী তাদের পদযাত্রা কর্মসূচী পালন করে আসছিল কিন্তু গোপালগঞ্জের বেলায় তারা এই কর্মসূচীর নাম দেয় লংমার্চ টু গোপালগঞ্জ। এই কর্মসূচী পালন করতে গিয়ে তোপের মুখে পরে জাতীয় নাগরিক পার্টি। এ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে পদযাত্রা ও লংমার্চ শব্দ দুটি প্রায়শই ব্যবহৃত হয় রাজনৈতিক দলগুলোর গণআন্দোলন ও কর্মসূচির অংশ হিসেবে। তবে অনেকেই এই দুই ধরনের কর্মসূচিকে এক মনে করলেও এগুলোর মধ্যে রয়েছে কার্যত পার্থক্য। নিচে এই দুই কৌশলের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও ধরনে পার্থক্য তুলে ধরা হলো।
পদযাত্রা কী?
পদযাত্রা হলো এক ধরনের প্রতিবাদ কর্মসূচি, যেখানে নির্দিষ্ট একটি শহর বা এলাকার মধ্যে কর্মীরা পায়ে হেঁটে মিছিল করে তাদের দাবি তুলে ধরে।
দৈর্ঘ্য ও বিস্তৃতি: সাধারণত স্থানীয় বা নগরভিত্তিক।
উদ্দেশ্য: দাবির প্রতি সচেতনতা বাড়ানো ও জনমত গঠন।
সময়সীমা: অল্প সময়ের (একদিন বা কয়েক ঘণ্টা) কর্মসূচি।
লজিস্টিকস: তুলনামূলকভাবে সহজ আয়োজন, কম খরচে পরিচালনা করা যায়।
লংমার্চ কী?
লংমার্চ হচ্ছে দীর্ঘপথ পাড়ি দিয়ে কেন্দ্রীয় বা জাতীয় পর্যায়ে শক্তিশালী বার্তা দেওয়ার একটি রাজনৈতিক কৌশল।
দৈর্ঘ্য ও বিস্তৃতি: এক জেলা বা বিভাগ থেকে রাজধানী পর্যন্ত, কখনো সারা দেশব্যাপী।
উদ্দেশ্য: বৃহত্তর আন্দোলনের অংশ, সরকারকে চাপ প্রয়োগের কৌশল।
সময়সীমা: কয়েকদিন ধরে চলে।
লজিস্টিকস: ব্যাপক প্রস্তুতি, যানবাহন, রাত্রিযাপন, খাদ্য সরবরাহ ইত্যাদি।