পূজার সময় লাইট–সাউন্ড নিয়ে প্রতারণা, ক্ষতির মুখে আয়োজকরা
- আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 16
ধর্মীয় উৎসব স্বরসতী পূজা—যেখানে আনন্দ আর প্রস্তুতির ব্যস্ততা। কিন্তু সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে বলে অভিযোগ সুমন নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, নিজেকে পেশাদার লাইট ও সাউন্ড সরবরাহকারী পরিচয় দিয়ে অগ্রিম টাকা নিলেও শেষ পর্যন্ত কোনো সেটআপ না দিয়েই গা ঢাকা দেন তিনি।
“ভূক্তভোগী বলেছিলেন সুমন সাউন্ড সিষ্টেম এন্ড লাইটিং হাউস নামে প্রোঃ মো. সুমন নামের এই ব্যক্তি লাইট, সাইন্ড সেটআপ দিবেন। তার সাথে ভাড়া বাবদ ১ লক্ষ ৪০ হাজার টাকার কন্টাক্ট হয়। অগ্রিম হিসেবে ১০ হাজার টাকা নেন। পরে পূজার শুরুর কিছুদিন আগে সেই লাইট ও সাউন্ডগুলোর আরেকটি পক্ষের কাছ থেকে অধিক মুনাফা পাওয়ায় প্রথম পক্ষকে আপত্তি জানায় সুমন সাউন্ড সিষ্টেম এন্ড লাইটিং হাউসের প্রোঃ মো. সুমন, তারপার শুরু হয় অগ্রিম টাকা না দেওয়ার নানা রকম তালবাহানা। ভূক্তভোগী আরো জানান পূজার ৫ দিন আগে সে জানায় সাউন্ড-লাইট দিতে পারবে না। তারপর এই কম সময়ের মধ্যে এইগুলো ম্যানেজ করতে তাদের অতিরিক্ত ৮০ হাজার টাকা খরচ হয়। শেষ মুহূর্তে প্রতারণার শিকার হয়ে পূজার আয়োজন পড়েছে বিপাকে।
এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উৎসবের সময় এ ধরনের প্রতারণা রোধে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। অগ্রিম টাকা দেওয়ার আগে যাচাই-বাছাই এবং লিখিত চুক্তির ওপর গুরুত্ব দিতে বলা হচ্ছে।





















