প্রথমবার বিপিএলে নামছেন তারা, ছড়াতে চান আলো
- আপডেট সময় : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 9
আবারও আশার বেলুন ফুলিয়ে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরে চার-ছক্কার ফুলঝুরি। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ঢাকা পোস্ট খুঁজতে চেষ্টা করেছে এবারের বিপিএলে প্রথমবার ডাক পাওয়া কয়েকজন ক্রিকেটারকে। অভিজ্ঞ তারকাদের সঙ্গে তাল মিলিয়ে তারাও এবার আলো ছড়াতে পারেন।
প্রথমবার বিপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের শাকির হোসেন শুভ্র। ঘরোয়া ক্রিকেটে খুব নিয়মিত পারফর্ম না করলেও সুযোগ পেয়েছেন এবারের বিপিএলে। বিপিএল খেলতে পারা তার কাছে স্বপ্নের মতো, ‘প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে যে বড় কোথাও খেলবে। আমারও স্বপ্ন ছিল বিপিএল খেলার। যখন সেই সুযোগ আসে সেটা অবশ্যই ভালো লাগার, আমারও একই অনুভূতি।’
বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার পর এনসিএল টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্সের সুবাদে বিপিএলেও সুযোগ পাওয়ার প্রত্যাশা ছিল শুভ্র’র, ‘এবার দল পাওয়ার আশা ছিল। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ভালো খেলেছি, এ কারণে একটু আশা তো ছিলই। আমি বাংলাদেশের হয়ে সেভেন্টিন ও নাইন্টিনে খেলেছি। এরপর গেল এক বছর ভালো পারফর্ম করেছি প্রথম শ্রেণির ক্রিকেটে। বিপিএল ফ্র্যাঞ্চাইজ থেকে আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চেষ্টা করব। আমার প্রধান লক্ষ্য দলের জয়। আমি নিজে কত রান করছি তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা দলের কাজে লাগছে কি না। কয়টা ম্যাচ জেতাতে পারব সেখানেই আমার নজর।’
রংপুর রাইডার্সের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন ইফতেখার হোসেন ইফতি। ঘরোয়া ক্রিকেটে গত এক বছর তিনি দুর্দান্ত পারফর্ম করে আসছেন। প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে খেলতে পারা নিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আনন্দের, প্রথমবার বিপিএল খেলতে পারছি। রংপুর সব সময় কিন্তু বড় দল গড়ে, সেই দলের অংশ হতে পারা গর্বের। যদি ভালো করার সুযোগ পায় অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
প্রায় সব ফরম্যাটে রান করার পরই বিপিএলে ডাক পাওয়ার আত্মবিশ্বাস ছিল ইফতি’র, ‘গেল এক বছর ধরে কিন্তু আমি সব ফরম্যাটে রান করে আসছি, সে কারণে দল পাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস ছিল। বিপিএলের নিলামে যখন রংপুর আমাকে দলে নিয়েছিল, তখন বেশ রোমাঞ্চিত ছিলাম আমি। এমন দলে সুযোগ পাওয়া বড় কিছু, এই দলে অনেক বড় বড় তারকারা আছে, তাদের থেকে অনেক কিছু শিখতে চাই।’ নিজের পছন্দের ক্রিকেটার প্রসঙ্গে ইফতি বলেন, ‘দেশের মধ্যে তামিম (ইকবাল) ভাইয়ের খেলা আমার খুব ভালো লাগে, তাকে আদর্শ বলতে পারেন। আর দেশের বাইরে আমার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং খুব ভালো লাগে।’
রাজশাহীর হয়ে প্রথমবার বিপিএল খেলতে যাচ্ছেন মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। তিনি প্রত্যাশা ও লক্ষ্যের কথা জানালেন এভাবে, ‘প্রথমবারের মতো বিপিএল খেলার সুযোগ পাচ্ছি, অবশ্যই আমি অনেক এক্সাইটেড। ভালো লাগছে, যদি রাজশাহীর একাদশে খেলার সুযোগ পাই অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। মিস্ট্রি স্পিনার অবশ্যই অনেকের কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে। কিন্তু আমার কাছে আসলে এটা ন্যাচারাল, আমার মনে হয় না এটি সেরকম চ্যালেঞ্জিং।’
‘যদি একাদশে সুযোগ পাই অবশ্যই ভালো খেলার চেষ্টা থাকবে, সেই আত্মবিশ্বাসও আছে। আমার আসলে সবসময় লক্ষ্য একটাই, আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই। আর মিস্ট্রি স্পিনের আদর্শ হিসেবে সেভাবে কাউকে ফলো করা হয় না। তবে আমার প্রিয় ক্রিকেটার বললে সাকিব ভাইয়ের নামটি আসে, উনাকে আমার খুব ভালো লাগে’, আরও যোগ করেন চট্টগ্রামের এই স্পিনার।
রাজশাহীর ওয়ারিয়র্সের কল্যাণে প্রথমবারের মতো বিপিএলে ডাক পেয়েছেন তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনও। নিলামে একাধিক দলের কাড়াকাড়ি শেষে ৪৪ লাখ টাকায় দল পাওয়া সাকলাইন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি টাকার চিন্তা কখনও করিনি। আমার চিন্তায় ছিল যেন আমি অন্তত খেলার সুযোগটা পাই। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। সব সময় এটাই চেষ্টা করেছি যেখানেই খেলি না কেন, সুযোগ পেলে সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’
টেপ টেনিস ক্রিকেটে পারদর্শী হিসেবে বেশ পরিচিতি আছে সাকলাইনের। তবে দেশের নানা পর্যায়ে খেলার সক্ষমতাকেই ফোকাসে রাখতে চান তিনি, ‘সবাই জানে যে আমি টেপ-টেনিস খেলি। তবে এই ধারণা ভুল, আমি আগে খেলতাম। পাশাপাশি ক্লাব ক্রিকেটে খেলেছি, পর্যায়ক্রমে থার্ড, সেকেন্ড ও ফার্স্ট ডিভিশনে খেলেছি। পরে প্রিমিয়ার লিগেও সুযোগ পাই। যদিও আমার ক্যারিয়ার শুরু হয় দেরিতে। কারণ ক্রিকেটে এসেছি আমি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালে। মূলত কলেজ লাইফ থেকে শুরু করেছি ক্রিকেট। এতদূর পৌঁছানোর পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। তবে তাদেরকে নাম ধরে মেনশন করতে চাই না, অনেক মানুষ। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
চট্টগ্রাম রয়্যালসের হয়ে প্রথমবার বিপিএলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। বয়সভিত্তিক দলের হয়ে নিয়মিত খেলার পর এইচপি, ‘এ’ দলে পারফর্ম করেই এবার ডাক পেলেন বিপিএলে। তবে এই বিপিএল পর্যন্ত আসার পথটা মোটেও সহজ ছিল না রবিনের, ‘আমার পরিশ্রম ছিল, আলহামদুলিল্লাহ দল পেয়েছি প্রথমবার। এখন সুযোগের অপেক্ষায়, ভালো করতে চাই নিজের সর্বোচ্চটা দিয়ে। আমি নিয়মিত অনুশীলন চালিয়েছি নিজেকে প্রতিনিয়ত বোঝাচ্ছি ভালো করার জন্য। সুযোগ কাজে লাগানোর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। বাকিটা আল্লাহ ভরসা।’
বাবাকে হারানো মাহফিজুল রবিন ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে মা-বোন ও ভাইয়ের অনুপ্রেণাতেই এগিয়ে চলেছেন। তরুণ অন্যান্য সব ক্রিকেটারের মতোই জাতীয় দলের হয়ে পারফর্ম করার স্বপ্ন দেখেন তিনিও। সেই সুযোগের পথ সুগম করতে বিপিএলের মতো বড় টুর্নামেন্টকেই কাজে লাগাতে চান রবিন-ইফতি-শুভ্র-রুবেলরা।





















