বাল্মীকি সমাজ কল্যান সংগঠনের নির্বাচনে বিজয়ীদের সুমনের শুভেচ্ছা

- আপডেট সময় : ০৭:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / 27
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা বাল্মীকি সমাজ কল্যান সংগঠনের ত্রি-বার্ষিকী নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অদ্য সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী সুমন বাল্মীকি।
তিনি তার ফেসুবুকে পোষ্ট দিয়ে বিজয়ীদের শুভেচ্ছা জানান। তিনি তার শুভেচ্ছা বার্তায় লিখেন, ঢাকা জেলা বাল্মীকি সমাজ কল্যাণ সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থী ,লালু লাল বাল্মীকি সহ সভাপতি ,কমল চন্দ্র দাস সা: সম্পাদক ,ও সহ সা: সম্পাদক সবি লাল বাল্মীকি কে অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রসঙ্গত, ঢাকা জেলা বাল্মীকি সমাজ কল্যান সংগঠনের ত্রি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর ২০২১ইং) সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ৫টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৯.০০ ঘটিকার সময় রাজধানীর নাজিরাবাজার এলাকায় সকল পুলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক:
৩১৫ কমল বাল্মীকি
২১৪ সুমন লাল
সহ-সভাপতি:
৩১৬ লালু বাল্মীকি
২০৯ ইমন বাল্মীকি
সহ সাধারণ সম্পাদক:
৩২৬ সবি বাল্মীকি
২০১ শাওন বাল্মীকি