ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে: হাসনাত আবদুল্লাহ যারা ১০ আসনও পাবে না, তারাই নির্বাচন বানচাল করতে চায়: রুমিন ফারহানা ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি পৃথিবীতে নেই : শফিকুল আলম তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে : সালাহউদ্দিন আহমদ এশিয়ায় ঋণ খেলাপির শীর্ষে বাংলাদেশ কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা জাহিদ ষড়যন্ত্র করে জাকির খানের সৈনিকদের দমানো যাবে না: মিঠু কেন উত্তাল ইন্দোনেশিয়া, কী চায় বিক্ষোভকারীরা? যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 6

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এনসিপি ইনসাফের পক্ষে। যে ইনসাফের পক্ষে থাকবে, আমরা ধরে নেব সে এনসিপির পক্ষেই আছে। আমাদের দলে বেইনসাফি করার কোনো সুযোগ নেই।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে স্থানীয় এনসিপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রামে আসার দরকার নেই, যদি নেতা হয়ে বেইনসাফি করেন। আমাকে ডোবানোর জন্য একজনই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “আমরা হোন্ডা-গুন্ডার রাজনীতি করব না। আগে যার পেছনে যত বেশি মোটরসাইকেল ও গুন্ডা থাকত, তাকেই বড় নেতা ধরা হতো। সেই সময় শেষ হয়ে গেছে। প্রকৃত নেতৃত্ব আসবে নেতার গুণাবলি থেকে।”

জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “সত্য বলার জন্য কোনো রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলায় বাধা এলে, জুলুম হলে আমি পাশে থাকব। সত্যের পক্ষে থাকলে মানুষ নিজেই একটি শক্তি পায়।”

তিনি স্বীকার করেন, রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া কঠিন। “প্রোগ্রামের জন্য অনেকে খাটেন, কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য রাখি না। দুর্নীতি করে বা কমিশন খেয়ে যদি সামর্থ্য আসে, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন। এছাড়া শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এনসিপি ইনসাফের পক্ষে। যে ইনসাফের পক্ষে থাকবে, আমরা ধরে নেব সে এনসিপির পক্ষেই আছে। আমাদের দলে বেইনসাফি করার কোনো সুযোগ নেই।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে স্থানীয় এনসিপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রামে আসার দরকার নেই, যদি নেতা হয়ে বেইনসাফি করেন। আমাকে ডোবানোর জন্য একজনই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “আমরা হোন্ডা-গুন্ডার রাজনীতি করব না। আগে যার পেছনে যত বেশি মোটরসাইকেল ও গুন্ডা থাকত, তাকেই বড় নেতা ধরা হতো। সেই সময় শেষ হয়ে গেছে। প্রকৃত নেতৃত্ব আসবে নেতার গুণাবলি থেকে।”

জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “সত্য বলার জন্য কোনো রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলায় বাধা এলে, জুলুম হলে আমি পাশে থাকব। সত্যের পক্ষে থাকলে মানুষ নিজেই একটি শক্তি পায়।”

তিনি স্বীকার করেন, রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া কঠিন। “প্রোগ্রামের জন্য অনেকে খাটেন, কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য রাখি না। দুর্নীতি করে বা কমিশন খেয়ে যদি সামর্থ্য আসে, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন। এছাড়া শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।