ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 5

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের এই বর্ষীয়ান নেত্রীর মৃত্যু হয়।

নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।”

শোকবার্তায় নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবদান তুলে ধরে বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রী মোদী তাঁর ২০১৫ সালের ঢাকা সফরের কথা স্মরণ করে আরও বলেন, “২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার যে উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হয়েছিল, আমি তা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা আশা করি, তাঁর স্বপ্ন ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও সঠিক দিকনির্দেশনা দেবে।” পরিশেষে তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করতে ঈশ্বর/সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।

উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক

আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের এই বর্ষীয়ান নেত্রীর মৃত্যু হয়।

নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।”

শোকবার্তায় নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবদান তুলে ধরে বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রী মোদী তাঁর ২০১৫ সালের ঢাকা সফরের কথা স্মরণ করে আরও বলেন, “২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার যে উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হয়েছিল, আমি তা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা আশা করি, তাঁর স্বপ্ন ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও সঠিক দিকনির্দেশনা দেবে।” পরিশেষে তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করতে ঈশ্বর/সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।

উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।