ভাঙ্গায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / 77
নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ফরিদপুরের ভাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ভাঙ্গা থানা ছাত্রলীগের উদ্যোগে রেলি-কেককাটাসহ আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা এপোলো নওরোজ, জাহিদ মুন্সী, সরকারী কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু, ওয়াহিদুল হক মিঠু। আবু সাইদ লেবু, মহিউল ইসলাম টুটুল, সালমান মুন্সী, রাহাত বেগ, মেহেদী পারভেজ চন্দন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাঙ্গা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক লিটন, সরকারী কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সী, ভাঙ্গা ছাত্রলীগ নেতা আবির বিতু প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্রলীগের ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুজ্জামান সমাপ্তি ঘোষণা করেন । এর আগে ভাঙ্গা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল এসে যোগদেয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে।


























