ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে শিশুদের জন্য পরিবেশ কর্মশালা অনুষ্ঠিত সদরপুরে সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বিদায় সংবর্ধনা নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি শৈলকুপায় বেণীপুর স্কুলের ১২০ বছরে ফ্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশ–শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানাল পাকিস্তান জামায়াত সব সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের র‌্যাংকিং করতে হবে : প্রধান উপদেষ্টা পাঁচ ট্রলারসহ ৩০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা যেদিন রাস্তায় নামবো, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

ভারতে তৃতীয় মেয়াদে বাড়ানো হলো ‘লকডাউন’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • / 32

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তৃতীয় মেয়াদে লকডাউন বাড়ানো হলো ভারতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত ঘোষণা করেছে। তবে এবার কিছু সংশোধন এনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ভাইরাস সংক্রমিত এলাকাগুলোকে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। সেখানে করোনাভাইরাসের পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো-

যেসব একালায় কেউ ভাইরাসে সংক্রমিত হয়নি কিংবা গত ২১ দিনে নতুন করে কারো দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে গণ্য করা হবে।

যেসব একালায় সংক্রমিত রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা পজিটিভ মানুষ পাওয়া যাচ্ছে সেসব এলাকাকে রেড জোন ধরা হয়েছে। এই গ্রিন ও রেড জোনের বাইরে যে এলাকাগুলো আছে সেগুলোকে অরেঞ্জ জোন হিসেবে বিবেচনা করা হবে।

এসব এলাকার সব তথ্য রাজ্য সরকারের কাছে থাকবে। সরকার চাইলেই রেড ও অরেঞ্জ জোনের সংখ্যা বাড়াতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার কর্তৃক দেয়া জোনের তালিকা থেকে কোনো রেড বা অরেঞ্জ জোনের নাম ছাঁটাই করতে পারবে না।

গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কম সংক্রমিত শহর ও শহরাঞ্চলের বাইরে বিভিন্ন বাজারের দোকানও খোলার অনুমতি দিয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট ও অন্যান্য সুপার শপ বন্ধ থাকবে। যেসব দোকান খলার অনুমতি পেয়েছে সেখানে ৫০ শতাংশের বেশি কর্মী বাড়ানো যাবে না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে নিয়ে দোকানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে তৃতীয় মেয়াদে বাড়ানো হলো ‘লকডাউন’

আপডেট সময় : ০৮:২১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তৃতীয় মেয়াদে লকডাউন বাড়ানো হলো ভারতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত ঘোষণা করেছে। তবে এবার কিছু সংশোধন এনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ভাইরাস সংক্রমিত এলাকাগুলোকে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। সেখানে করোনাভাইরাসের পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো-

যেসব একালায় কেউ ভাইরাসে সংক্রমিত হয়নি কিংবা গত ২১ দিনে নতুন করে কারো দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে গণ্য করা হবে।

যেসব একালায় সংক্রমিত রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা পজিটিভ মানুষ পাওয়া যাচ্ছে সেসব এলাকাকে রেড জোন ধরা হয়েছে। এই গ্রিন ও রেড জোনের বাইরে যে এলাকাগুলো আছে সেগুলোকে অরেঞ্জ জোন হিসেবে বিবেচনা করা হবে।

এসব এলাকার সব তথ্য রাজ্য সরকারের কাছে থাকবে। সরকার চাইলেই রেড ও অরেঞ্জ জোনের সংখ্যা বাড়াতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার কর্তৃক দেয়া জোনের তালিকা থেকে কোনো রেড বা অরেঞ্জ জোনের নাম ছাঁটাই করতে পারবে না।

গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কম সংক্রমিত শহর ও শহরাঞ্চলের বাইরে বিভিন্ন বাজারের দোকানও খোলার অনুমতি দিয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট ও অন্যান্য সুপার শপ বন্ধ থাকবে। যেসব দোকান খলার অনুমতি পেয়েছে সেখানে ৫০ শতাংশের বেশি কর্মী বাড়ানো যাবে না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে নিয়ে দোকানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে।