মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ

- আপডেট সময় : ১২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৫ বার পড়া হয়েছে
মাদারীপুর প্রতিনিধি : ঈদ মার্কেট করা হলো না গৃহবধূ শারমিনের শুক্রবার ঈদ মার্কেট করার কথা বলে ফোন করে সারমিনকে বাবার বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে পাশন্ড স্বামী আকাশ এর বিরুদ্ধে। রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহাজালাল শেখ এর ছেলে আকাশ এর সাথে পার্শ্ববর্তী শিবচর উপজেলার চরকামার কান্দি গ্রামের আয়নাল ভুয়ার মেয়ে পারভিন এর সাথে গত ৮ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর সুখের কাটছিল তাদের দিন। আকাশ কালকে রাত্রে সারমিনের বাবার বাড়ী শিবচর গিয়ে সারমিনের পরিবারের কাছে জানান তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন থেকে সারমিনকে খুজনে থাকে তার পরিবারের লোকজন।
দুপুরে রাজৈর কুমার নদীকে একটি অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে সুনে সারমিনের পরিবারের লোকজন এসে লাশ চিনতে পারে। এ ঘটনায় আকাশ কে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শওকত জাহান জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে নিহতের স্বামী কে আমরা আটক করেছি।