ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ আনাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 12

মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে এই বিজয় ছিনিয়ে আনে হাফেজ আনাস। এর মাধ্যমে তৃতীয়বারের মতো কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে তাজিকিস্তান ও তৃতীয় হয়েছে নাইজেরিয়া।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। মিসরের ধর্মমন্ত্রীসহ একাধিক সরকারি কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দিয়েছেন। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন হাফেজ আনাসের শিক্ষক হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।

আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে।

হাফেজ আনাছ বিন আতিক শায়খ নেছার আহমাদ আন-নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে গত বছর সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেন তিনি। একইসঙ্গে চলতি বছরও লিবিয়াতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ আনাস

আপডেট সময় : ১১:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে এই বিজয় ছিনিয়ে আনে হাফেজ আনাস। এর মাধ্যমে তৃতীয়বারের মতো কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে তাজিকিস্তান ও তৃতীয় হয়েছে নাইজেরিয়া।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। মিসরের ধর্মমন্ত্রীসহ একাধিক সরকারি কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দিয়েছেন। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন হাফেজ আনাসের শিক্ষক হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।

আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে।

হাফেজ আনাছ বিন আতিক শায়খ নেছার আহমাদ আন-নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে গত বছর সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেন তিনি। একইসঙ্গে চলতি বছরও লিবিয়াতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি।