ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজের আইপিএল ইস্যুতে যা বললেন সাবেক লঙ্কান ক্রিকেটার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 10

আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজের এ ঘটনায় ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই কথান বলছে। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার পারভেজ মাহারুফ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে সে (মুস্তাফিজ) অন্যতম সেরা। পাওয়ারপ্লে এবং ডেথ বোলিংয়ে সে একজন মাস্টার। অনেক বছর ধরে সে অনেক উইকেট নিয়েছে। ইকোনমি রেট ৮ এর নিচে, যে কিনা পাওয়ারপ্লে এবং ডেথে বল করে, এটা সত্যিই দারুণ ব্যাপার। সে যদি এই ফরম্যাটে সেরা না-ও হয়, সে অন্যতম সেরা।’

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাপারে পারভেজ বলেন, ‘দুঃখজনক। আমি মনে করি ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয়। সে নিজের সুযোগটা অবশ্যই লুফে নিত কলকাতায়। বাংলাদেশ থেকে কলকাতা বেশ কাছেই। আইপিএল এবং কেকেআর দুই পক্ষের জন্যই বড় ক্ষতি। ক্রিকেট এবং রাজনীতি মেশানো হয়েছে। সাবেক ক্রিকেটার হিসেবে আমি দুঃখিত। তবে আশা করতে পারি ক্রিকেট এবং রাজনীতি মেশানো হবে না, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারি না।’

ফিজের সঙ্গে দেখা হলে কী পরামর্শ দেবেন পারভেজ? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘(মুস্তাফিজের সাথে) এখনও কথা হয়নি। আমি সুযোগ পেলে বলব, পরিশ্রম করে যাও, নিজের কাজটা করে যাও। চুপচাপ থেকে নিজের কাজ করে যাও। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যেই অন্যতম সেরা পারফর্মার। আমি বলতে চাইব পরিশ্রম করে যাও, পারফর্ম করে যাও।’

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুস্তাফিজের আইপিএল ইস্যুতে যা বললেন সাবেক লঙ্কান ক্রিকেটার

আপডেট সময় : ০৯:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজের এ ঘটনায় ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই কথান বলছে। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার পারভেজ মাহারুফ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে সে (মুস্তাফিজ) অন্যতম সেরা। পাওয়ারপ্লে এবং ডেথ বোলিংয়ে সে একজন মাস্টার। অনেক বছর ধরে সে অনেক উইকেট নিয়েছে। ইকোনমি রেট ৮ এর নিচে, যে কিনা পাওয়ারপ্লে এবং ডেথে বল করে, এটা সত্যিই দারুণ ব্যাপার। সে যদি এই ফরম্যাটে সেরা না-ও হয়, সে অন্যতম সেরা।’

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাপারে পারভেজ বলেন, ‘দুঃখজনক। আমি মনে করি ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয়। সে নিজের সুযোগটা অবশ্যই লুফে নিত কলকাতায়। বাংলাদেশ থেকে কলকাতা বেশ কাছেই। আইপিএল এবং কেকেআর দুই পক্ষের জন্যই বড় ক্ষতি। ক্রিকেট এবং রাজনীতি মেশানো হয়েছে। সাবেক ক্রিকেটার হিসেবে আমি দুঃখিত। তবে আশা করতে পারি ক্রিকেট এবং রাজনীতি মেশানো হবে না, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারি না।’

ফিজের সঙ্গে দেখা হলে কী পরামর্শ দেবেন পারভেজ? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘(মুস্তাফিজের সাথে) এখনও কথা হয়নি। আমি সুযোগ পেলে বলব, পরিশ্রম করে যাও, নিজের কাজটা করে যাও। চুপচাপ থেকে নিজের কাজ করে যাও। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যেই অন্যতম সেরা পারফর্মার। আমি বলতে চাইব পরিশ্রম করে যাও, পারফর্ম করে যাও।’