রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না : মোদি

নিজস্ব প্রতিবেদক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’’ সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানি এবং রক্তের কথা উল্লেখ করে পাকিস্তানকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো কাশ্মিরে বন্দুক হামলার ঘটনার একদিন পর পাকিস্তানের সঙ্গে যে সিন্ধ নদ পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে; যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই চুক্তিতে ফেরার পরিকল্পনা নেই ভারতের।

ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও অপারেশন সিঁদুর এখনও বন্ধ করেনি জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ‘‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর পানি এবং রক্তও একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’’ পাাকিস্তানের পরবর্তী পদক্ষেপে ওপর আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি।

অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জবাবের নীতির পুনর্লিখন ঘটেছে উল্লেখ করে দেশটির এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ভারত তার নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের জবাব দেবে এবং ইসলামাবাদের যে কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না।’’

ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেন। নরেন্দ্র মোদি বলেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে, তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। এখন প্রত্যেক সন্ত্রাসী এটা জানে।

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি এই দেশের সকল মা, বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করছি…অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন।’’

মোদি বলেন, গত ২২ এপ্রিল বেসামরিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা লোকজনকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে শিশুদের সামনে হত্যা করেছে। এটি আমাকে গভীরভাবে আঘাত করেছে। এই হামলার পর পুরো জাতি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়েছিল।

তিনি বলেন, পাকিস্তানের বুকে ভারতীয় সশস্ত্র বাহিনী আঘাত করেছে। এতে দেশটিতে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানকেই তার সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে হবে। আমরা যদি কখনও পাকিস্তানের সঙ্গে আলোচনা করি, সেটি কেবল সন্ত্রাস ও পাকিস্তান অধিকৃত কাশ্মির নিয়েই হবে।

সূত্র: এনডিটিভি।

Leave A Reply

Your email address will not be published.

Title