রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবি’র দুই জন ল্যান্স নায়েক নিহত

- আপডেট সময় : ০৭:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ১১ বার পড়া হয়েছে
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবি’র দুই জন ল্যান্স নায়েক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ১৯ জন। শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারী কলেজের অদুরে পন্যবাহী একটি ট্রাক পিছন থেকে বিজিবি সদস্যদের বহনকারী ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম।
নিহতরা হলেন- বিজিবি ৫৩ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ল্যান্স নায়েক জোবায়ের হোসেন ও ল্যান্স নায়েক আবু সাঈদ।
জানাযায়, বিসিএম গ্রেড-২ কোর্সের ২২ শিক্ষার্থীদের দিনাজপুর সেক্টরে পৌছে দেয়ার জন্য বিজিবির ট্রাক রাজশাহী উদ্দেশ্যে রওয়ানা হয়। পথি মধ্যে গোদাগাড়ীর সাইনপুর ব্রিজের নিকট পৌঁছালে নরসিংদী থেকে ছেড়ে আসা পন্যবাহী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে বিজিবির ট্রাক উল্টে ঘটনাস্থলে জোবায়ের মারা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আবু সাঈদ মারা যান।