রাজাপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / 63
রাজাপুর ( ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বরিশাল খুলনা মহাসড়কের উত্তর বাগড়ি এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মাহমুদ হোসেন (৪০) থাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের স্বজনরা জানান, শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার উত্তর বাগড়ি এলাকার পার্শ্ব সড়ক থেকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় অপর একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেখে গুরুত্বর আহত হন মাহমুদ। এরপর তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে আহতকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত মাহমুদ মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মামুনের ভাই ও ইউনিয়নের ইন্দ্রপাশা গ্ৰামের হজরত আলীর পুত্র।

























