রাতভর খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে যা ঘটলো
- আপডেট সময় : ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 7
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হঠাৎ করেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে হাসপাতাল এলাকার সামনে ব্যারিকেড স্থাপন ও অতিরিক্ত নিরাপত্তা সদস্যদের মোতায়েন লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে আনুষ্ঠানিক নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত গেজেটও প্রস্তুত করা হয়েছে; মঙ্গলবার (২ ডিসেম্বর) এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হঠাৎ করে নিরাপত্তা জোরদারের বিষয়টি বিএনপির ভেতরেও আলোচনার জন্ম দিয়েছে। নেতারা এখনও এর নির্দিষ্ট কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেননি।
এদিকে সোমবার দিবাগত রাতে রাত ১২টা ৩৫ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে বের হন। এর আগে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি সিসিইউতে চেয়ারপারসনের সঙ্গে কিছু সময় কাটান।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খালেদা জিয়া মহাসচিবের সঙ্গে স্বল্প সময়ের জন্য কথা বলেছেন।
মধ্যরাতে হাসপাতালে ফখরুল, খালেদা জিয়ার বিষয়ে বলেননি কিছুই
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহাসচিবকে নিয়ে হাসপাতালে যান।
সেখানে তারা চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর নেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
বেশ কিছু সময় মহাসচিব হাসপাতালে অবস্থান ও চেয়ারপারসনকে দেখে রাত ১২ টা ৩৫ মিনিট হাসপাতালে থেকে বের হন।
কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে মহাসচিব বা এজেড এম ডা. জাহিদ হোসেন কেউ কোন কথা বলেননি।
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘তিনি শিগগিরই দেশে আসবেন, ইনশাহআল্লাহ।’

















