রাশিয়াকে নিষিদ্ধ করল ফিফা
																
								
							
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
 - / 56
 
অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিয়ে রাশিয়া জাতীয় দল ও সেদেশের সকল ক্লাবকে নিষিদ্ধ করল ফিফা ও উয়েফা। ইউক্রেনের ওপর আক্রমণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) সকল আন্তর্জাতিক ফেডারেশনকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করার আহবান জানায়।
ফিফা থেকে নিষিদ্ধ হওয়ায় মার্চে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারছে না রাশিয়া পুরুষ জাতীয় ফুটবল দল।
এছাড়া গ্রীষ্মকালীন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়ার নারী দল অংশ নিতে পারবে না।
রাশান ক্লাব স্পার্তাক মস্কোকেও ইউরোপা লিগ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে উয়েফা। সোমবার রাতে এক বিবৃতিতে ফিফা ও উয়েফা জানিয়েছে, ‘ফুটবল সম্পূর্ণভাবে একতাবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সকল মানুষের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে। ‘
																			
																		













