শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে বিএনপির মামলা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ
 
																
								
							
                                - আপডেট সময় : ০৬:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 82
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে বিএনপির মামলা দায়েরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান।

মামলার আসামিদের তালিকা
এই মামলায় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:
- 
সাবেক সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ 
- 
মো. আব্দুল মোবারক 
- 
আবু হানিফ 
- 
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী 
- 
শাহ নেওয়াজ 
- 
আসাদুজ্জামান খান কামাল 
- 
হাসান মাহমুদ খন্দকার 
- 
এ কে এম নুরুল হুদা 
- 
রফিকুল ইসলাম 
- 
কবিতা খানম 
- 
ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী 
- 
জাবেদ পাটোয়ারী 
- 
বেনজীর আহমেদ 
- 
এ কে এম শহীদুল হক 
- 
মো. মনিরুল ইসলাম 
- 
(নাম প্রকাশ হয়নি) সাবেক ডিজিএফআই প্রধান 
- 
(নাম প্রকাশ হয়নি) সাবেক এনএসআই প্রধান 
- 
সৈয়দ নুরুল আলম (ঢাকা রেঞ্চের সাবেক ডিআইজি) 
মামলার পেছনের কারণ ও অভিযোগ
মামলার বাদী সালাহ উদ্দিন খান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনগুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা প্রশাসনিকভাবে নির্বাচন করেছেন। তার দাবি, “দিনের ভোট রাতে করে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনারদের সংবিধান লঙ্ঘনের অপরাধের অভিযোগ ২০১৮ সালেই কমিশনে দেয়া হয়েছিল। তখন কোনো ব্যবস্থা না নেয়ায় বর্তমান মামলায় তার প্রতিফলন ঘটেছে।
প্রশাসনের অবস্থান
শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক এই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার কপি, আলামত ও পূর্ববর্তী চিঠিপত্র থানায় জমা দিয়েছেন বিএনপির প্রতিনিধি দল।
 
																			 
																		


























