শেয়ারবাজার করপোরেট ক্রিকেট: বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক
- আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 9
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার সংশ্লিষ্ট করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আয়োজিত বহুল আলোচিত “বিজিআইসি প্রেজেন্টস শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৬ – পাওয়ার্ড বাই মেঘনা লাইফ ইন্স্যুরেন্স (সিজন–৫)”-এর শিরোপা জিতে নিয়েছে সিটি ব্যাংক পিএলসি। রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। রানার-আপ হয় বাংলাদেশ ফাইন্যান্স।
চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের চিফ অর্গানাইজার মনজুরুল হক রনি, বিজনেস জার্নালের প্রকাশক ও সম্পাদক হাসান কবির জনি, আরটিভির রিপোর্টার রনি মজুমদার, বাংলাদেশের আলো’র বিশেষ প্রতিনিধি কাঞ্চন চৌধুরী সুমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদুন্নবি বিপ্লবসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
গত ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় শেয়ারবাজারে সম্পৃক্ত ৮টি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান। পুরো আয়োজনজুড়ে ছিল প্রতিযোগিতা, সৌহার্দ্য ও করপোরেট ঐক্যের অনন্য মেলবন্ধন।
অংশগ্রহণকারী দলসমূহ: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, লঙ্কাবাংলা সিকিউরিটিজ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল, নাভানা ফার্মাসিউটিক্যালস ও নিটল ইন্স্যুরেন্স পিএলসি।
প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালে জায়গা করে নেয় সিটি ব্যাংক, ব্র্যাক ইপিএল, বাংলাদেশ ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
প্রথম সেমিফাইনালে মার্কেন্টাইল ব্যাংককে পরাজিত করে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে সিটি ব্যাংক। অপর সেমিফাইনালে ব্র্যাক ইপিএলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ ফাইন্যান্স।
উত্তেজনাকর ফাইনাল ও শিরোপা নির্ধারণ
গ্র্যান্ড ফাইনালে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে শেয়ারবাজার করপোরেট ক্রিকেটের পঞ্চম আসরের শিরোপা নিজেদের করে নেয় সিটি ব্যাংক পিএলসি। ম্যাচজুড়ে ছিল দর্শকদের করতালি, উল্লাস আর করপোরেট ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য।
খেলা শেষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের চিফ অর্গানাইজার মনজুরুল হক রনি। এ সময় তিনি বলেন, “শেয়ারবাজার করপোরেট ক্রিকেট শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি শেয়ারবাজারে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন নিয়ে যেতে চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে বিজনেস জার্নালের প্রকাশক ও সম্পাদক হাসান কবির জনি বলেন, “করপোরেট জগতের মানুষদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্ট শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করেছে।”
নিউজ টুয়েন্টি ওয়ানের সিইও রনি মজুমদার বলেন, “এই আয়োজন প্রমাণ করে শেয়ারবাজার কেবল সংখ্যার খেলা নয়, এটি মানুষের সম্পর্ক, নেতৃত্ব ও টিমওয়ার্কেরও গল্প।”
বাংলাদেশের আলো’র বিশেষ প্রতিনিধি কাঞ্চন চৌধুরী সুমন বলেন, “শেয়ারবাজার করপোরেট ক্রিকেট একটি অনুকরণীয় আয়োজন। এমন আয়োজন করপোরেট সংস্কৃতিকে আরও মানবিক করে তোলে।”
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদুন্নবি বিপ্লব বলেন, “শৃঙ্খলা, নৈতিকতা ও দলগত ঐক্যের শিক্ষা খেলাধুলার মধ্য দিয়েই সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়। এই টুর্নামেন্ট সেই শিক্ষার বাস্তব উদাহরণ।”
তিন দিনব্যাপী পুরো টুর্নামেন্ট এশিয়ান টেলিভিশন ডিজিটালে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মাঠে ও অনলাইনে দর্শকদের উপস্থিতি প্রমাণ করে করপোরেট ক্রিকেট এখন একটি জনপ্রিয় ব্র্যান্ড ইভেন্টে পরিণত হয়েছে।
শেয়ারবাজারে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য, ক্রীড়া সংস্কৃতি ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সফল টুর্নামেন্টের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে ডেইলি শেয়ারবাজার ডটকম।






















