ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে মনোনয়নের সিদ্ধান্ত অপু বিশ্বাসের কথা আগে জানলে শাকিব খানের সাথে জড়াতাম না: বুবলি এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত ট্রাম্প পাকিস্তান বাণিজ্য চুক্তি ও তেলসম্পদ উন্নয়ন বিয়েবাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কার ও টাকা লুট আতিয়ার আটক পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতায় নাকাল শতাধিক পরিবার সদরপুর মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার বাংলাদেশ ও পাকিস্তানের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে : অমিত শাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে।

এমনকি ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে প্রায় ১০০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (১৭ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানেই তিনি এসব কথা বলেন।

অমিত শাহ দাবি করেন, “পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটিই গুঁড়িয়ে দেয়নি, বরং ১৫টি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে, যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে।”

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে।

অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী মোদি দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশন মূলত পেহেলগামের হামলার জবাব। গত ২২ এপ্রিল পেহেলগামে নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা।

অমিত শাহ বলেন, “আজ ভারতের বার্তা স্পষ্ট — আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেবো।”

তিনি দাবি করেন, পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে, কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি।

অমিত শাহ আরও দাবি করেন, মোদি সরকার আসার আগে পাকিস্তান থেকে বারবার সন্ত্রাসীরা এসে হামলা চালাত, মানুষ হত্যা করত, অথচ ভারতের পক্ষ থেকে কোনও জবাব দেওয়া হতো না। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে।

তিনি দাবি করেন, মোদির শাসনকালে উরি, পুলওয়ামা এবং সর্বশেষ পেহেলগামের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘কড়া সামরিক প্রতিক্রিয়া’ দেখিয়েছে, যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং পাকিস্তানের কাছে তা ‘আতঙ্কের কারণ’ হয়ে দাঁড়িয়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে : অমিত শাহ

আপডেট সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

অনলাইন ডেস্ক: সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে।

এমনকি ‘অপারেশন সিন্দুর’ নামে চালানো এই অভিযানে প্রায় ১০০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (১৭ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানেই তিনি এসব কথা বলেন।

অমিত শাহ দাবি করেন, “পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটিই গুঁড়িয়ে দেয়নি, বরং ১৫টি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে, যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে।”

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে।

অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী মোদি দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশন মূলত পেহেলগামের হামলার জবাব। গত ২২ এপ্রিল পেহেলগামে নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা।

অমিত শাহ বলেন, “আজ ভারতের বার্তা স্পষ্ট — আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেবো।”

তিনি দাবি করেন, পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে, কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি।

অমিত শাহ আরও দাবি করেন, মোদি সরকার আসার আগে পাকিস্তান থেকে বারবার সন্ত্রাসীরা এসে হামলা চালাত, মানুষ হত্যা করত, অথচ ভারতের পক্ষ থেকে কোনও জবাব দেওয়া হতো না। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে।

তিনি দাবি করেন, মোদির শাসনকালে উরি, পুলওয়ামা এবং সর্বশেষ পেহেলগামের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘কড়া সামরিক প্রতিক্রিয়া’ দেখিয়েছে, যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং পাকিস্তানের কাছে তা ‘আতঙ্কের কারণ’ হয়ে দাঁড়িয়েছে।