সুনামগঞ্জের একটি নবনির্মিত বিল্ডিংয়ের নীচতলা থেকে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় :
১২:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / 37
সুনামগঞ্জ জেলা শহরের আদালত প্রাঙ্গণে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর জন্য নবনির্মিত ১০তলা ভবণের নীচতলায় এক অঞ্জাত যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার গলায় রশি পেচানোসহ দেহের প্রতিটি অংশে আঘাতে চিহৃ রয়েছে। তার নাম ও পরিচয় এবং বাড়ি কোথায় তা এখনো জানা যায়নি।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঐ যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। তদন্তের পর সকল বিষয় জানা যাবে বলে জানান তিনি।
কে এম শহীদুল,
সুনামগঞ্জ প্রতিনিধি
নিউজটি শেয়ার করুন