স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে কেরানীগঞ্জে প্রস্ততি সভা

- আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ ২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন-২০১৯। এ সম্মেলনকে সাফল্য মন্ডিত করার লক্ষে প্রস্তুতি নিচ্ছেন সংগঠনটির জেলা উপজেলা কমিটিসহ তৃণমূলের সকল নেতৃবৃন্দ।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জিনজিরাস্থ কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ। এতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেক লীগ ও তাদের সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃমনির হোসেন, সাধারণ সম্পাদক হাজী মোঃরমজান আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃরাসেল মেম্বার, তেঘরিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন হাসানসহ নেতৃবৃন্দ।