আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের পূর্ণ প্যানেলের প্রচারণা
হুমায়ূন–আনোয়ার প্যানেলের জয়ের প্রত্যয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের প্রচারণা

- আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ হুমায়ূন–আনোয়ার প্যানেলের জয়ের প্রত্যয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের প্রচারণা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫–২০২৬ মেয়াদে কার্যকরী পরিষদের নির্বাচনের প্রাক্কালে, দীর্ঘদিনের বিরোধিতামূলক নির্বাচনী প্রেক্ষাপটে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এখন সরব হয়ে উঠেছে—তাদের পূর্ণ প্যানেলকে ‘বিপুল ভোটে বিজয়ী’ করার প্রতিশ্রুতিসহ গণসংযোগ কর্মসূচি আদালতপাড়ায় শুরু করেছেন।
রোববার (১৯ আগস্ট) দুপুরে এই ফোরামের নেতৃবৃন্দ ভোটারের দ্বারে দ্বারে পৌঁছে ব্যাপকভাবেই প্রচারণা করেন, ভোটারদের দৃষ্টির অন্তরালে না রেখে সশরীরে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নির্বাচনী প্রচার অভিযান চালানো হয়। এই গণসংযোগ অনুষ্ঠানে ছিল ফোরামের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান–যে পূর্ণ প্যানেলে মোট ১৭ জন প্রার্থী রয়েছে, সবাই ভোট প্রার্থনায় মাঠে নামেন
এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এবং ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন
প্রার্থীরা সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের কাছে ভোট চেয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। পরে স্লোগান দিতে দিতে তাঁরা আদালত প্রাঙ্গণ ও বার ভবন প্রদক্ষিণ করেন। একesionীভাবে, প্রচারণার সময় এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন,
“আমরা যে প্যানেল দিয়েছি, এই ১৭ জনকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান ও খালেদা জিয়াকে উপহার দেবো”
অর্থাৎ, এই নির্বাচনের মাধ্যমে ফোরাম তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও সমর্থকদের মেজাজ প্রকাশ করতে চায়।
এ নির্বাচনে মোট ৫০ জন প্রার্থী ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—যেখান থেকে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে:
১. জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (হুমায়ূন–আনোয়ার নেতৃত্বে)
২. ল’ইয়ার্স কাউন্সিল (জামায়াতে ইসলামী সমর্থিত)
৩. আইনজীবী ঐক্য পরিষদ (রেজা–গালিব নেতৃত্বে)
এছাড়া রয়েছে স্বতন্ত্র দুই প্রার্থী
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ৭ আগস্ট অনুষ্ঠিত হয়, যেখানে আগামী ভোটের তারিখ—২৮ আগস্ট—নিশ্চিত করা হয়। ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাজনৈতিক যোগসূত্র ও বার্তা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে, ফোরাম নির্বাচনে “তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে” বিজয়ী হবে বলে ঘোষণা দিয়ে সমর্থকদের কাছে রাজনৈতিক আবেগ ও নির্দেশনা পৌঁছে দিচ্ছে এড. সাখাওয়াত বলেন,
“আমরা বিচার বিভাগকে স্বাধীন করতে চাই এবং সকল বিপদ আপদে আমাদের যেই এড. হুমায়ুন কবির ও আনোয়ার প্রধান আছে তারা পাশে থাকবে…”
আদালতপাড়া প্রাঙ্গণ ও বার ভবন প্রদক্ষিণ—আইনজীবীদের কাছে দৃশ্যগত উপস্থিতি দেখিয়ে শক্তিশালী টহল।
সিনিয়র–জুনিয়র আইনজীবীদের সম্মাননা, রাজনৈতিক নেতাদের সরাসরি হাজিরা, স্লোগান ও গণসংযোগ একত্রে প্রচারণার প্রভাব বাড়িয়েছ।
নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও পর্যালোচনা
গত ১২ ফেব্রুয়ারি অবশ্য ফোরামের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়েছিল, যা রাজনৈতিক অস্থিরতার দিক নির্দেশ করে
নারায়ণগঞ্জ টাইমস।
এর পরিপ্রেক্ষিতে এবার নতুন কমিটি প্যানেল ঘোষণা ও মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী টানাপোড়েন আরও বৃদ্ধি পেয়েছে।
২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হুমায়ূন–আনোয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভবিষ্যৎ সাফল্য নির্ধারিত হবে—যেখানে রাজনৈতিক আবেগ, আইনি দায়িত্ববোধ ও রাজনৈতিক দলীয় সমর্থন একত্রে গমনপথ তৈরি করছে। আদালতপাড়ার এই গণসংযোগ এখন ভোটারদের মনোযোগের কেন্দ্রে দাঁড়িয়ে আছে।