সৈয়দপুরে কিশোরীদের মাঝে হাইজিনকিট বির্তরণ করলেন পৌর মেয়র রাফিকা                            
                           
                            
                            
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                
                                    
                                        -   আপডেট সময় : 
০৮:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
	  
                                        										
 -  /    57 
 
										                                    
                                 
                             
                         
                            
							
							
                            
                                                             
    
    
   	
    
                            
                                
নীলফামারী প্রতিনিধিঃসৈয়দপুরে কিশোরদের মাঝে হাইজিনকিট আইটেম প্রদান করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে পৌর আধুনিক কমিউনিটি সেন্টার চত্বরে এস কে এস ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার ১২০০ জন কিশোরীদের মাঝে হাইজিনকিট বির্তরণ করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার শাহীন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সরকার মুন্না,পৌর নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী ও এস কে এস ফাউন্ডেশনের কো অডিনেটর নজরুল ইসলাম তরফদার সহ পৌর কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
							
                            
                            
                           
												
                        
                            নিউজটি শেয়ার করুন