ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে এত ছয় মারেনি বাংলাদেশও জামালপুরে শহর রক্ষা বাঁধে ধস, ২০ ফুট জায়গাজুড়ে গর্ত উত্তর সিটির প্রশাসক এজাজকে ঘুষের প্রস্তাব, কর্মকর্তা বরখাস্ত পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না: প্রধান উপদেষ্টা শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে : সালাহউদ্দিন ঝিনাইদহে শিশুদের জন্য পরিবেশ কর্মশালা অনুষ্ঠিত সদরপুরে সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদ খানের বিদায় সংবর্ধনা

মধুখালীতে ইনসুরেন্স কর্মিকে গণধর্ষন : ৫ ধর্ষক আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / 33

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ইনসুরেন্স কোম্পানীতে  মাঠকর্মি হিসেবে কর্মরত  এক নারী কর্মিকে  কর্মরত ইনসুরেন্স কোম্পানীতে একটি নতুন গ্রাহক সংগ্রহের প্রলোভন দেখিয়ে গণধর্ষন করেছে দুবৃত্তরা।

এ ঘটনায় ধর্ষনের শিকার ইন্সুরেন্স কর্মী মধুখালী থানায় মামলা দায়ের করেছেন।

মধুখালী থানায় দায়েকৃত মামলা সুত্রে জানা গেছে, ইনসুরেন্স কোম্পানীতে  মাঠকর্মি হিসেবে কর্মরত  এক নারী কর্মিকে  কর্মরত ইনসুরেন্স কোম্পানীতে  একটি নতুন গ্রাহক  সংগ্রহের প্রলোভন দেখিয়ে  পূর্ব পরিচিত ইমরান  উপজেলার গাজনা ইউনিয়নের চর নওপাড়া গ্রামের ইমদাদ লস্কার ইন্দার কাছে  পাঠান। মোবাইলে যোগাযোগ  করে ইনসুরেন্স  কর্মি  চর নওপাড়া পৌছালে  ইমদাদ কৌশলে তাকে ফিরোজ খন্দকারের নিরিবিলি  পুকুর  পারে  একটি নির্জন ঘরে  ইমদাদসহ  তিনজন  তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রামে ধর্ষন করেন। তার সাথে থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয় ধর্ষকেরা। ধর্ষনের শিকার ইনসুরেন্স  কর্মি  মধুখালী থানায় অভিযোগ দিলে ধর্ষনের সাথে জড়িত ৫ জনকে আটক করে মধুখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের কামাল লস্কারের ছেলে  ইমদাদ লস্কার ইন্দার (৩৮), ইয়াসিন শেখের ছেলে ফরহাদ শেখ (২৫), যাদপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে  জুয়েল শেখ (২৮),রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বিল মাগুরা গ্রামের  আঃ রাজ্জাকের ছেলে ফরিদ মোল্যা (২৪),মৃত গোলজারের ছেলে  লিটন মোল্যা (৪০)।  মধুখালী থানার মামলা-১৫।

এ ব্যপারে মধুখালী থানার পরিদর্শক শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এজাহার নামীয়  আসামীদের  আটক করা হয়েছে। তিনজন কোর্টে স্বীকার করে জবান বন্ধী দিয়েছেন। ইনসুরেন্স  কর্মির খোয়া যাওয়া মোবাইলসহ অন্যান্য জিনিষপত্র আসামীদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুখালীতে ইনসুরেন্স কর্মিকে গণধর্ষন : ৫ ধর্ষক আটক

আপডেট সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ইনসুরেন্স কোম্পানীতে  মাঠকর্মি হিসেবে কর্মরত  এক নারী কর্মিকে  কর্মরত ইনসুরেন্স কোম্পানীতে একটি নতুন গ্রাহক সংগ্রহের প্রলোভন দেখিয়ে গণধর্ষন করেছে দুবৃত্তরা।

এ ঘটনায় ধর্ষনের শিকার ইন্সুরেন্স কর্মী মধুখালী থানায় মামলা দায়ের করেছেন।

মধুখালী থানায় দায়েকৃত মামলা সুত্রে জানা গেছে, ইনসুরেন্স কোম্পানীতে  মাঠকর্মি হিসেবে কর্মরত  এক নারী কর্মিকে  কর্মরত ইনসুরেন্স কোম্পানীতে  একটি নতুন গ্রাহক  সংগ্রহের প্রলোভন দেখিয়ে  পূর্ব পরিচিত ইমরান  উপজেলার গাজনা ইউনিয়নের চর নওপাড়া গ্রামের ইমদাদ লস্কার ইন্দার কাছে  পাঠান। মোবাইলে যোগাযোগ  করে ইনসুরেন্স  কর্মি  চর নওপাড়া পৌছালে  ইমদাদ কৌশলে তাকে ফিরোজ খন্দকারের নিরিবিলি  পুকুর  পারে  একটি নির্জন ঘরে  ইমদাদসহ  তিনজন  তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রামে ধর্ষন করেন। তার সাথে থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয় ধর্ষকেরা। ধর্ষনের শিকার ইনসুরেন্স  কর্মি  মধুখালী থানায় অভিযোগ দিলে ধর্ষনের সাথে জড়িত ৫ জনকে আটক করে মধুখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের কামাল লস্কারের ছেলে  ইমদাদ লস্কার ইন্দার (৩৮), ইয়াসিন শেখের ছেলে ফরহাদ শেখ (২৫), যাদপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে  জুয়েল শেখ (২৮),রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বিল মাগুরা গ্রামের  আঃ রাজ্জাকের ছেলে ফরিদ মোল্যা (২৪),মৃত গোলজারের ছেলে  লিটন মোল্যা (৪০)।  মধুখালী থানার মামলা-১৫।

এ ব্যপারে মধুখালী থানার পরিদর্শক শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এজাহার নামীয়  আসামীদের  আটক করা হয়েছে। তিনজন কোর্টে স্বীকার করে জবান বন্ধী দিয়েছেন। ইনসুরেন্স  কর্মির খোয়া যাওয়া মোবাইলসহ অন্যান্য জিনিষপত্র আসামীদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে।