গজারিয়ায় চাচির কাছে শ্লীলতাহানির বিচার দিতে গিয়ে মারধরের শিকার ভাতিজি
- আপডেট সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / 64
গজারিয়া প্রতিনিধি: চাচির কাছে শ্লীলতাহানির বিচার দিতে গিয়ে মারধরের শিকার হয়েছে
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে রুনা (৩৫)।
দীর্ঘদিন ধরে রুনার চাচাতো চাচা কাশেম মিয়া (৫৫) তাকে উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার দুপরে তার চাচির কাছে এই বিচার দিতে গেলে কাশেম মিয়াসহ সপরিবারের রুনাকে মারধর করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রুনাকে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে আহত রুনা জানান, গত বৃহস্পতিবার রাত দশটায় আমার চাচাতো চাচা কাশেম মিয়া আমাকে একা পেয়ে আমার ঘরের দরজা নক করে আমাকে কুপ্রস্তাব দেয়। আমি তাতে রাজী না হয়ে শনিবার দুপুরে চাচীর কাছে বিচার দিতে গেলে আমার ওপর তারা সপরিবারের হামলা চালিয়ে মারধর করে। এ বিষয়ে রুনা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবাদী কাশেম মিয়ার ছেলে হযরত আলী জানান, জমিজামা নিয়ে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রহিছ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়ার পর আবুল কাশেম নামে একজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


























