কাচঁপুরে দুই বাসের চাপায় তিন পথচারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় :
১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১
১১
বার পড়া হয়েছে
আনিসুর রহমান সজীবঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুই বাসের চাপায় পরে তিন পথচারী নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায় , আজ শুক্রবার কাঁচপুর ব্রীজ থেকে লোকাল বাস বোরাক ও কুমিল্লার হোমনা বাস রেষারেষি করে নামার সময় বোরাক বাস যাত্রী উঠানোর জন্য আগে থামালে হোমনা বাস বোরাকের পেছন দিক দিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাচঁপুর রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুরের কোতয়ালী শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাদঁপুরের মান্দারতলী থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী ঢাকা টু হোমনার (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) লোকাল বাস হোমনা যাচ্ছিল। যাত্রী উঠা নামানোর জন্য বিভিন্ন স্টেশনের মত কাঁচপুর থেকে যাত্রী উঠানোর জন্য বোরাক (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) এর সাথে পাল্লা দিয়ে ব্রীজ থেকে নামার সময় হোমনা বাস নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক ও সড়কে থাকা তিন পথচারীদের চাপা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, বাস দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। দুই বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। লাশ তিনটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
You cannot print contents of this website.