“সাদেকুর রহমানের পরিবর্তন চাই” ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে মিটফোর্ড

- আপডেট সময় : ০৬:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪ বার পড়া হয়েছে
রাজধানীর বৃহত্তম ঔষুধের পাইকারী ও খুচরা ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত মিটফোর্ড। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনকে সামনে রেখে সেই মিটফোর্ড এর মার্কেটগুলো “সাদেকুর রহমানের পরিবর্তন চাই” ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে । প্রতি দুই বছর পর পর বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি ঘটন করা হলেও, কমিটির নেতৃবৃন্দের দ্বায়িত্বহীনতা ও অবহেলায ঔষুধ ব্যবসায়ীদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। প্রতিনিয়ত তাদের ঔষুধ প্রশাসনসহ বিভিন্ন মাধ্যম থেকে হয়রানি শিকার হচ্ছে ফার্মেসী মালিকরা । ব্যবসায়ীদের অভিযোগ, একটি গোষ্ঠি ৩০ বছর ধিরে নাম মাত্র নির্বাচনের সমিতি কমিটি নিজেদের রেখেছেন। ফলে দিন দিন ফার্মেসী ব্যবসায় ধ্বস নামছে, কুক্ষিগত ক্ষমতার অবসান করতে না পারলে তাদের এই ব্যবসাকে টিকিয়ে রাখা অসম্ভব।
একটি সুষ্ঠ নিরেপক্ষ নির্বাচনের মাধ্যমে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন সাধারণ ব্যবসায়ীরা।
সকলের প্রত্যাশা সুষ্ঠ নির্বাচনের মধ্য দিনে নতুন নেতৃত্বে ফার্মেসী ব্যবসা।