ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করল তালিবান আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে’ পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে এত ছয় মারেনি বাংলাদেশও জামালপুরে শহর রক্ষা বাঁধে ধস, ২০ ফুট জায়গাজুড়ে গর্ত উত্তর সিটির প্রশাসক এজাজকে ঘুষের প্রস্তাব, কর্মকর্তা বরখাস্ত পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না: প্রধান উপদেষ্টা

শেরপুরে নতুন করে করোনা শনাক্ত সর্বোচ্চ ৬৫ জন, নতুন মৃত্যু ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • / 33

শেরপুর জেলা প্রতিনিধি: যতইদিন যাচ্ছে শেরপুরে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের হার। আজ শনিবার জেলায় নতুন করে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সংক্রমণ শুরুর পর থেকে জেলায় একদিনে সর্বোচ্চ। এর আগে গত ২০ জুন সর্বোচ্চ ৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১ হাজার ৩২৫ জন।

এদিকে শনিবার নতুন করে লাইলী বেগম (৮০) নামে এক করোনা আক্রান্ত বৃদ্ধা ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে নিয়ে যাবার পথে মারা গেছেন। এছাড়া গত ২৩ জুন রাতে মাহমুদা বেগম নামে একজন মারা গেছেন। তারা দুজনই গৌরীপুর মহল্লার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হল ২২ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে বুলেটিনে জানানো হয়, নতুন আক্রান্ত ৬৫ জনের মধ্যে ৪৯ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ৭, ঝিনাইগাতীতে ৫ জন, শ্রীবরদীতে ৩ জন ও নকলায় ১ জন আক্রান্ত রয়েছেন। মোট ২৩৫টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৭.৬৫ ভাগ। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৩২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮২০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৪৮৫ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৮ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, চলতি জুন মাসে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলায় সাধারণ মানুষ করোনাভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছেন। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে নতুন করে করোনা শনাক্ত সর্বোচ্চ ৬৫ জন, নতুন মৃত্যু ২

আপডেট সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

শেরপুর জেলা প্রতিনিধি: যতইদিন যাচ্ছে শেরপুরে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের হার। আজ শনিবার জেলায় নতুন করে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সংক্রমণ শুরুর পর থেকে জেলায় একদিনে সর্বোচ্চ। এর আগে গত ২০ জুন সর্বোচ্চ ৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১ হাজার ৩২৫ জন।

এদিকে শনিবার নতুন করে লাইলী বেগম (৮০) নামে এক করোনা আক্রান্ত বৃদ্ধা ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে নিয়ে যাবার পথে মারা গেছেন। এছাড়া গত ২৩ জুন রাতে মাহমুদা বেগম নামে একজন মারা গেছেন। তারা দুজনই গৌরীপুর মহল্লার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হল ২২ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে বুলেটিনে জানানো হয়, নতুন আক্রান্ত ৬৫ জনের মধ্যে ৪৯ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ৭, ঝিনাইগাতীতে ৫ জন, শ্রীবরদীতে ৩ জন ও নকলায় ১ জন আক্রান্ত রয়েছেন। মোট ২৩৫টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৭.৬৫ ভাগ। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৩২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮২০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৪৮৫ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৮ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, চলতি জুন মাসে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলায় সাধারণ মানুষ করোনাভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছেন। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।