সংবাদ শিরোনাম ::
শামীম ওসমানের কেন্দ্রে হেরেছেন নৌকার প্রার্থী আইভী

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ ১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হলেও আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের কেন্দ্র হিসেবে পরিচিত আদর্শ স্কুল কেন্দ্রে হেরেছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী। নারায়ণগঞ্জে তারা ‘ভাই-বোন’ হিসেবে পরিচিত।
এই কেন্দ্রেই শেষ বিকেলে এসে ভোট দেন শামীম ওসমান। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। এই কেন্দ্রে আইভী পেয়েছেন ৩৬২ ভোট।
অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৮০ ভোট। এই কেন্দ্রে এক হাজার ১৭৩ জন ভোটার ভোট দেন। দুটি ভোট বাতিল হয়। দুই হাজার ৮২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।