ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নির্বাচনের আগে সিটি এলাকায় কোনও অপ্রয়োজনীয় গ্রেফতার হবে না: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২০ ২২ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে সিটি এলাকায় কোনও অপ্রয়োজনীয় গ্রেফতার হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সিইসি বলেন, বিএনপি পুলিশি হয়রানি, প্রার্থীদের ভয়ভীতি, হামলার অভিযোগ করেছে। আমরা বলেছি আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বসে তাদের কঠোর নির্দেশনা দেবো যেন নির্বাচনের সময় কোনও অপ্রয়োজনীয় হয়রানি না করে।

সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাতে এলে তাদের এ আশ্বাস দিয়েছেন বলে সাংবাদিকদের জানান সিইসি।

এর আগে বিএনপির প্রতিনিধি দলের প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একই কথা বলেন। তিনি বলেন, বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযান চালানো হয়। ভয়ভীতি দেখানো হয়, গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন কমিশন কথা দিয়েছে সেই অভিযান আর হবে না।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের আগে সিটি এলাকায় কোনও অপ্রয়োজনীয় গ্রেফতার হবে না: সিইসি

আপডেট সময় : ০৭:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে সিটি এলাকায় কোনও অপ্রয়োজনীয় গ্রেফতার হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সিইসি বলেন, বিএনপি পুলিশি হয়রানি, প্রার্থীদের ভয়ভীতি, হামলার অভিযোগ করেছে। আমরা বলেছি আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বসে তাদের কঠোর নির্দেশনা দেবো যেন নির্বাচনের সময় কোনও অপ্রয়োজনীয় হয়রানি না করে।

সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাতে এলে তাদের এ আশ্বাস দিয়েছেন বলে সাংবাদিকদের জানান সিইসি।

এর আগে বিএনপির প্রতিনিধি দলের প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একই কথা বলেন। তিনি বলেন, বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযান চালানো হয়। ভয়ভীতি দেখানো হয়, গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন কমিশন কথা দিয়েছে সেই অভিযান আর হবে না।