ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে ভারত-চীন সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ নরেন্দ্র মোদি চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত বহুজন চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা, শেখ হাসিনাকে নিয়ে চিরকুট পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড টাকা, চিঠিতে ইউনূস সরকারের দোয়া কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা

মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে চায় জামায়াত, অনুমতি দেয়নি পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করবে দলটি।

 

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জামায়াতের নেতারা। অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।

পুলিশ শেষমেশ সমাবেশের অনুমতি দেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিএমপিকে আগেই সমাবেশ করার বিষয়ে আমরা অবহিত করেছি। আশা করছি, সমাবেশ করতে প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’

অনুমতি না মিললে জামায়াত সমাবেশ করবে কি না জানতে চাইলে বুলবুল বলেন, ‘যদির লাইনে যেতে চাচ্ছি না। গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়েই ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে জামায়াত। সেদিনের সমাবেশেই প্রমাণ হয়েছে যে, জামায়াতের কর্মীরা কতটা সুশৃঙ্খল। আশা করছি প্রশাসন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করবে।’

এর আগে সিলেটে সমাবেশের অনুমতি চাইলেও নাকচ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে কোনো বার্তা আসেনি।’ তবে ডিএমপির একটি সূত্র বলছে, জামায়াতের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ইতিবাচক না হওয়ায় তাঁদের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শোকের মাসের প্রথম দিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠেয় বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে চায় জামায়াত, অনুমতি দেয়নি পুলিশ

আপডেট সময় : ১১:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করবে দলটি।

 

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জামায়াতের নেতারা। অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।

পুলিশ শেষমেশ সমাবেশের অনুমতি দেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিএমপিকে আগেই সমাবেশ করার বিষয়ে আমরা অবহিত করেছি। আশা করছি, সমাবেশ করতে প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’

অনুমতি না মিললে জামায়াত সমাবেশ করবে কি না জানতে চাইলে বুলবুল বলেন, ‘যদির লাইনে যেতে চাচ্ছি না। গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়েই ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে জামায়াত। সেদিনের সমাবেশেই প্রমাণ হয়েছে যে, জামায়াতের কর্মীরা কতটা সুশৃঙ্খল। আশা করছি প্রশাসন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করবে।’

এর আগে সিলেটে সমাবেশের অনুমতি চাইলেও নাকচ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে কোনো বার্তা আসেনি।’ তবে ডিএমপির একটি সূত্র বলছে, জামায়াতের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ইতিবাচক না হওয়ায় তাঁদের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শোকের মাসের প্রথম দিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠেয় বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।