ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি শৈলকুপায় বেণীপুর স্কুলের ১২০ বছরে ফ্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশ–শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানাল পাকিস্তান জামায়াত সব সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের র‌্যাংকিং করতে হবে : প্রধান উপদেষ্টা পাঁচ ট্রলারসহ ৩০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা যেদিন রাস্তায় নামবো, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী ডাকসু নির্বাচন : ভোটের দিন ঢাবিতে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য ‘গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে’

বাজারে এলো QJ Motors-এর বাইক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 114

নিজস্ব ডেস্ক : QJ Motors হলো চীনের বৃহত্তম দুই চাকার যানবাহন নির্মাণকারী প্রতিষ্ঠান। এই কোম্পানিটি বিশ্বের অন্যতম বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের ১৩০টি দেশে তাদের পণ্য সরবরাহ করে থাকে।

সম্প্রতি বাংলাদেশের বাজারে স্বনামধন্য এই কোম্পানি তাদের ২টি বাইক নিয়ে এসেছে। বাইক ২টি হলো QJ Motor X Rider SRV 160 ক্রুজার এবং QJ Motor SRK 180 S নেকেড স্পোর্টস বাইক।

এই দুইটা বাইক বাংলাদেশের বাজারে তরুন প্রজন্মের পাশাপাশি সকল বাইক প্রেমিদের আকৃষ্ট করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

চলুন জেনে নেয়া যাক বাইক ২টির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে-

QJ Motor X Rider SRV 160

কিউ-জে মোটর এক্স রাইডার এস-আর-ভি ১৬০ একটি ক্রুজার ডিজাইনের বাইক। যেখানে ব্যবহার করা হয়েছে ১৬০ সিসির ৪ ভালভ, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯,২৫০ আরপিএম-এ ১৭ হর্সপাওয়ার শক্তি এবং ৭,২৫০ আরপিএম-এ ১৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

উচ্চ গতির জন্য মোটরসাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য বাইকতিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

বাইকটি প্রতি লিটারে ৪০-৪৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম ২ লাখ ৪০ হাজার টাকা।

QJ Motor SRK 180 S

কিউ-জে মোটর এস-আর-কেই ১৮০ এস একটি নেকেড স্পোর্টস ডিজাইনের বাইক। যেখানে ব্যবহার করা হয়েছে ১৮০ সিসির ৪ ভালভ, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯,৫০০ আরপিএম-এ ১৮.২ হর্সপাওয়ার শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১৫.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

উচ্চ গতির জন্য মোটরসাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য বাইকতিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

বাইকটি প্রতি লিটারে ৩৫-৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজারে এলো QJ Motors-এর বাইক

আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নিজস্ব ডেস্ক : QJ Motors হলো চীনের বৃহত্তম দুই চাকার যানবাহন নির্মাণকারী প্রতিষ্ঠান। এই কোম্পানিটি বিশ্বের অন্যতম বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের ১৩০টি দেশে তাদের পণ্য সরবরাহ করে থাকে।

সম্প্রতি বাংলাদেশের বাজারে স্বনামধন্য এই কোম্পানি তাদের ২টি বাইক নিয়ে এসেছে। বাইক ২টি হলো QJ Motor X Rider SRV 160 ক্রুজার এবং QJ Motor SRK 180 S নেকেড স্পোর্টস বাইক।

এই দুইটা বাইক বাংলাদেশের বাজারে তরুন প্রজন্মের পাশাপাশি সকল বাইক প্রেমিদের আকৃষ্ট করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

চলুন জেনে নেয়া যাক বাইক ২টির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে-

QJ Motor X Rider SRV 160

কিউ-জে মোটর এক্স রাইডার এস-আর-ভি ১৬০ একটি ক্রুজার ডিজাইনের বাইক। যেখানে ব্যবহার করা হয়েছে ১৬০ সিসির ৪ ভালভ, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯,২৫০ আরপিএম-এ ১৭ হর্সপাওয়ার শক্তি এবং ৭,২৫০ আরপিএম-এ ১৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

উচ্চ গতির জন্য মোটরসাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য বাইকতিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

বাইকটি প্রতি লিটারে ৪০-৪৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম ২ লাখ ৪০ হাজার টাকা।

QJ Motor SRK 180 S

কিউ-জে মোটর এস-আর-কেই ১৮০ এস একটি নেকেড স্পোর্টস ডিজাইনের বাইক। যেখানে ব্যবহার করা হয়েছে ১৮০ সিসির ৪ ভালভ, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯,৫০০ আরপিএম-এ ১৮.২ হর্সপাওয়ার শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১৫.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

উচ্চ গতির জন্য মোটরসাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য বাইকতিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

বাইকটি প্রতি লিটারে ৩৫-৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা।