সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৬ বার পড়া হয়েছে
বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য জনগণের মধ্যে একতা ও সংকল্পবদ্ধতা তৈরি করাই লক্ষ্যকে সামনে রাখার অঙীকার নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হল রুমে শনিবার সকালে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথ আয়োজিত ভাঙ্গা উপজেলা হলরুমে অনলাইন ভার্সনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইলা কুন্ড, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক কর্মীরা সঙ্গীত পরিবেশন করেন।