বাস ভাড়া বৃদ্ধির কঠোর সমালোচনা করলেন আবুল কাউসার আশা

- আপডেট সময় : ১০:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা আবুল কাউসার আশা।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে বাস মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত সভায় এ ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এক বিবৃতিতে আশা বলেন, “জ্বালানি মূল্য স্থিতিশীল থাকা সত্ত্বেও কেনো বাস ভাড়া বাড়ানো হলো, তা আমার বোধগম্য নয়। এভাবে অযথা ভাড়া বাড়ালে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হবে। ছাত্র-ছাত্রীসহ নিম্ন আয়ের মানুষ প্রতিদিন ভাড়া দিয়ে যাতায়াত করেন, এতে তাদের উপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে।”
তিনি অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
আশা বলেন, “আগে ফ্যাসিবাদী সরকারের সময় চাঁদাবাজদের চাঁদা দেয়ার কারণ দেখিয়ে ভাড়া বাড়ানো হতো। কিন্তু এখন তো তারা নেই। তাহলে কারা চাঁদা নিচ্ছে, সেটা জনগণ জানতে চায়।”
তিনি সতর্ক করে বলেন, “যারা এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নীরব থাকবে, তারাই আসলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সহযোগী।” শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বর্তমান ভাড়া পুনর্বিবেচনা করে ন্যায্য ও যুক্তিসঙ্গত সীমায় আনার আহ্বান জানান আশা ।