ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটক উত্তরণ – বিবেকানন্দ থিয়েটারের ৩৪তম প্রদর্শনী বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান সেবার ব্রত নিয়ে পাশে থাকতে চান স্থপতি মুজাহিদ বেগ ঝিনাইদহে বিপ্লবী কমিউনিস্ট লীগের মিছিল-সমাবেশ বাস ভাড়া বৃদ্ধির কঠোর সমালোচনা করলেন আবুল কাউসার আশা হুমায়ূন–আনোয়ার প্যানেলের জয়ের প্রত্যয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের প্রচারণা রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই : পারশা ভয়াবহ বন্যার এক বছর, এখনো দুঃস্বপ্ন দেখেন ফেনীর জনপদের মানুষ

নাটক উত্তরণ – বিবেকানন্দ থিয়েটারের ৩৪তম প্রদর্শনী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ০ বার পড়া হয়েছে

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা নাটক ‘উত্তরণ’। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করছেন শুভাশীষ দত্ত তন্ময়। রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ২৩ আগষ্ট, শনিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে নাটকটির ৩৪ তম প্রদর্শনী হবে।

নাটকের কাহিনি উত্তরণকে ঘিরে।একজন মানুষ উত্তরণ, যে তার পঙ্কিল জীবন থেকে ঘুরে দাঁড়াতে চায়, প্রচলিত পথভ্রষ্ট জীবন থেকে বেরিয়ে আসতে চায়, দুহাত দিয়ে কুয়াশার মতো ঘিরে ধরা অন্ধকারকে সরিয়ে আলোর পথের যাত্রী হতে চায়। কিন্তু মানুষের ভিড়ে, মানুষের নির্ধারিত অভিসম্পাতের মাঝে দাঁড়িয়ে উত্তরণরা কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে। কেউ কি পথপ্রদর্শক হয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ দেখিয়ে দেয়।উত্তরণদের কি শেষ পর্যন্ত জীবনে উত্তরণ দেখা দেয়—এই নিয়েই নাটক ‘উত্তরণ’।

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় জানালেন, বিবেকানন্দ থিয়েটারের হয়ে নাট্যকারের কাছে চাওয়া ছিল, দলগত অভিনয় উপযোগী ও কাল্পনিক চরিত্রের সম্মিলনের নাটক। তিনি আমাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে তার করণীয় কাজটা করেছেন। আমি সহ এই নাটকের অভিনয়শিল্পীরা চেষ্টা করছি দর্শকের সামনে জীবন্ত অনুভূতি ফুটিয়ে তুলতে।অভিনয়, নির্দেশনা এবং দলের সামগ্রিক কর্ম-সম্পাদনায় নিজেকে নিয়োজিত রেখে আমার সামগ্রিক ভাবনায় আছে ‘উত্তরণ’ নাটককে সাজিয়ে-গুছিয়ে দর্শকের সামনে উপস্থাপন করা।৩৩ তম মন্চায়ন সে চেষ্টারই ধারাবাহিকতা। এই মঞ্চায়ন বিনোদন, জ্ঞান এবং নাট্যানুশীলনের আনন্দ সমবেতভাবে উদযাপন।

‘উত্তরণ’ নাটকের নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, পথভ্রষ্ট মানুষ চায় মূল পথে ফিরে আসতে, যেমনিভাবে গভীর আঁধার পেরিয়ে মানুষ নব প্রভাতের আলোর অপেক্ষা করে। সূর্যোদয়ে যেমন আলোর প্রকাশ, তেমনি নাটক ‘উত্তরণ’ জ্ঞানালোকের এক প্রজ্বলিত আভা। এই উত্তরণ অনেকটা বৃক্ষের মতো, যার শিকড় মাটির তলে অন্ধকারে পচা মাটিতে, অথচ যে ডালে ডালে ফুলে ফলে ধরিত্রীকে রঙ্গিন করে, নিজের জীবনকে সার্থক করে।পচা মাটি এখানে উত্তরণদের জীবিকা আর ফুল-ফল তাদের জীবনবোধ এবং বোধ থেকে উচ্চারিত সংলাপ। এক ঘণ্টার নাটকটি দর্শককে জ্ঞান-বোধ-বিনোদন বিবেচনায় অর্থপূর্ণ করবে বলেই বিশ্বাস।

নাটকটি নির্মাণের বিভিন্ন পর্বে মন্চ নির্মানে ফজলে রাব্বি সুকর্ণ,আলোয়- পলাশ হেনড্রী সেন,মিউজিক ও পোস্টারে- হামিদুর রহমান পাপ্পু,পোশাক ও রূপসজ্জাও নির্দেশনায় শুভাশীষ দত্ত তন্ময়।

নাটকটিতে অভিনয় করেছেন
শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা ,রাজীব দেব অমিত,সুধাংশু নাথ, মোস্তফা কামাল মুরাদ, রিমন সাহা,,অভয় সাহা, প্লাবন আহমেদ, মো: সাজ্জাদ, শফিকুল ইসলাম সহ আরো অনেকে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটক উত্তরণ – বিবেকানন্দ থিয়েটারের ৩৪তম প্রদর্শনী

আপডেট সময় : ০২:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা নাটক ‘উত্তরণ’। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করছেন শুভাশীষ দত্ত তন্ময়। রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ২৩ আগষ্ট, শনিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে নাটকটির ৩৪ তম প্রদর্শনী হবে।

নাটকের কাহিনি উত্তরণকে ঘিরে।একজন মানুষ উত্তরণ, যে তার পঙ্কিল জীবন থেকে ঘুরে দাঁড়াতে চায়, প্রচলিত পথভ্রষ্ট জীবন থেকে বেরিয়ে আসতে চায়, দুহাত দিয়ে কুয়াশার মতো ঘিরে ধরা অন্ধকারকে সরিয়ে আলোর পথের যাত্রী হতে চায়। কিন্তু মানুষের ভিড়ে, মানুষের নির্ধারিত অভিসম্পাতের মাঝে দাঁড়িয়ে উত্তরণরা কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে। কেউ কি পথপ্রদর্শক হয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ দেখিয়ে দেয়।উত্তরণদের কি শেষ পর্যন্ত জীবনে উত্তরণ দেখা দেয়—এই নিয়েই নাটক ‘উত্তরণ’।

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় জানালেন, বিবেকানন্দ থিয়েটারের হয়ে নাট্যকারের কাছে চাওয়া ছিল, দলগত অভিনয় উপযোগী ও কাল্পনিক চরিত্রের সম্মিলনের নাটক। তিনি আমাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে তার করণীয় কাজটা করেছেন। আমি সহ এই নাটকের অভিনয়শিল্পীরা চেষ্টা করছি দর্শকের সামনে জীবন্ত অনুভূতি ফুটিয়ে তুলতে।অভিনয়, নির্দেশনা এবং দলের সামগ্রিক কর্ম-সম্পাদনায় নিজেকে নিয়োজিত রেখে আমার সামগ্রিক ভাবনায় আছে ‘উত্তরণ’ নাটককে সাজিয়ে-গুছিয়ে দর্শকের সামনে উপস্থাপন করা।৩৩ তম মন্চায়ন সে চেষ্টারই ধারাবাহিকতা। এই মঞ্চায়ন বিনোদন, জ্ঞান এবং নাট্যানুশীলনের আনন্দ সমবেতভাবে উদযাপন।

‘উত্তরণ’ নাটকের নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, পথভ্রষ্ট মানুষ চায় মূল পথে ফিরে আসতে, যেমনিভাবে গভীর আঁধার পেরিয়ে মানুষ নব প্রভাতের আলোর অপেক্ষা করে। সূর্যোদয়ে যেমন আলোর প্রকাশ, তেমনি নাটক ‘উত্তরণ’ জ্ঞানালোকের এক প্রজ্বলিত আভা। এই উত্তরণ অনেকটা বৃক্ষের মতো, যার শিকড় মাটির তলে অন্ধকারে পচা মাটিতে, অথচ যে ডালে ডালে ফুলে ফলে ধরিত্রীকে রঙ্গিন করে, নিজের জীবনকে সার্থক করে।পচা মাটি এখানে উত্তরণদের জীবিকা আর ফুল-ফল তাদের জীবনবোধ এবং বোধ থেকে উচ্চারিত সংলাপ। এক ঘণ্টার নাটকটি দর্শককে জ্ঞান-বোধ-বিনোদন বিবেচনায় অর্থপূর্ণ করবে বলেই বিশ্বাস।

নাটকটি নির্মাণের বিভিন্ন পর্বে মন্চ নির্মানে ফজলে রাব্বি সুকর্ণ,আলোয়- পলাশ হেনড্রী সেন,মিউজিক ও পোস্টারে- হামিদুর রহমান পাপ্পু,পোশাক ও রূপসজ্জাও নির্দেশনায় শুভাশীষ দত্ত তন্ময়।

নাটকটিতে অভিনয় করেছেন
শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা ,রাজীব দেব অমিত,সুধাংশু নাথ, মোস্তফা কামাল মুরাদ, রিমন সাহা,,অভয় সাহা, প্লাবন আহমেদ, মো: সাজ্জাদ, শফিকুল ইসলাম সহ আরো অনেকে।