ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে ফজলুর রহমানের বক্তব্যে শিক্ষার্থীদের গণ জুতাপেটা কর্মসূচি ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুল্লাহর চিকিৎসায় সহায়তার আহ্বান রাজশাহী মহানগরে প্রজন্ম ৭১ এর নবগঠিত কমিটিতে তরুণদের নেতৃত্বে নতুন যুগের সূচনা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ রাজশাহী: নবগঠিত কমিটি ঘোষণা ইলিশের দাম ২০২৫: হাত পোড়ার জোগাড়! বাংলাদেশ পাকিস্তান বৈঠক: দ্বিপক্ষীয় আলোচনায় ৬ চুক্তি সই শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ নাটক উত্তরণ – বিবেকানন্দ থিয়েটারের ৩৪তম প্রদর্শনী বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান সেবার ব্রত নিয়ে পাশে থাকতে চান স্থপতি মুজাহিদ বেগ

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটিতে জায়গা পেল একঝাঁক তরুণ নেতৃত্ব। সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনে তরুণদের হাতেই দায়িত্বভার তুলে দেওয়া হলো।

রাজশাহী মহানগরে প্রজন্ম ৭১ এর নবগঠিত কমিটিতে তরুণদের নেতৃত্বে নতুন যুগের সূচনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে

তন্ময় দেবনাথঃ রাজশাহী মহানগরে  প্রজন্ম ৭১ এর নবগঠিত কমিটিতে তরুণদের নেতৃত্বে নতুন যুগের সূচনা, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি, আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইউব আহম্মেদ শাহী এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোরশেদ-এর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

নতুন এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ সৈকত পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এরশাদ আলী এরশাদ। এছাড়াও মোঃ রবিউল ইসলাম রাসেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

তরুণ নেতৃত্বের এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন —
মোঃ মামুন আলী, মোঃ সাকিল আহম্মেদ আলী, মোঃ সজীব হোসেন, মোঃ মাহফুজ আলী মানিক, মোঃ শিমুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল, মোঃ রাসেল জামান রাসেল, সাব্বির হোসেন জীবন, মোঃ মেহেদী হাসান পলাশ, মোঃ নাদীম হাসান, মোঃ পায়েল সরকার, মোঃ মানিক, মোঃ রিয়াজুল ইসলাম রাজীব, মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ আব্দুল সালাম, মোঃ সাঈদ আলী, মোঃ আমীর হামজা, মোঃ ফায়সাল ঋত্তিক এবং মোঃ ইফাত হোসেন।

এছাড়াও নতুন কমিটিতে আরও ২৮ জন সদস্য যুক্ত হয়েছেন, যাদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তরুণদের হাতেই দায়িত্ব — নেতৃবৃন্দের বক্তব্য: সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন এক বিবৃতিতে বলেন,
“স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এগিয়ে যাচ্ছে। তরুণদের হাত ধরে রাজশাহীতে সংগঠন আরও শক্তিশালী হবে বলেই আমরা বিশ্বাস করি।”

রাজশাহী মহানগর আহ্বায়ক মোঃ সৈকত পারভেজ বলেন,
“রাজশাহীতে তরুণ প্রজন্মকে সংগঠিত করে আমরা গণতান্ত্রিক আন্দোলনকে গতিশীল করবো। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি ওয়ার্ডে প্রজন্ম ৭১-এর কার্যকর ও দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা।”

সদস্য সচিব মোঃ এরশাদ আলী এরশাদ তার প্রতিক্রিয়ায় বলেন,
“আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহীর প্রতিটি প্রান্তে প্রজন্ম ৭১-এর বার্তা পৌঁছে দিতে কাজ করবো। তরুণদের সক্রিয় অংশগ্রহণেই আমরা সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে পারবো।”

রাজশাহী: রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল
রাজশাহী মহানগর সবসময়ই একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানে ছাত্ররাজনীতি, যুবরাজনীতি এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে বিভিন্ন দল ও উপদলের। এই প্রেক্ষাপটে, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর নতুন আহ্বায়ক কমিটির গঠন ভবিষ্যৎ রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশেষ করে, যারা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে আসছেন, তাদের জন্য এই তরুণ নেতৃত্ব আশার আলো হয়ে এসেছে। এই নেতৃত্ব চেতনায় নতুন মাত্রা যোগ করবে — এমনটাই প্রত্যাশা দলের অভিজ্ঞ নেতাদের।

তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
নতুন কমিটির অন্যতম লক্ষ্য হচ্ছে রাজশাহী মহানগরের তৃণমূল ও ওয়ার্ড পর্যায়ে প্রজন্ম ৭১-এর বিস্তৃতি নিশ্চিত করা। ওয়ার্ডভিত্তিক টিম গঠন, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করা এবং সামাজিক কাজের মাধ্যমে সংগঠনের পরিচিতি বাড়ানো— এসবই থাকছে তাদের কর্মপরিকল্পনায়।

কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক টিম গঠন করে আগামী কয়েক মাসের মধ্যে রাজশাহী শহরের ৩০টি ওয়ার্ডেই দৃশ্যমান কার্যক্রম পরিচালিত হবে।

তরুণ নেতৃত্বে নতুন সম্ভাবনার দ্বার
তরুণদের নেতৃত্বে গঠিত এই আহ্বায়ক কমিটিকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের তরুণ নেতাকর্মীরা মনে করছেন, এই কমিটি শুধু রাজশাহীতেই নয়, বরং জাতীয় রাজনীতিতেও ভবিষ্যতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হবে।

বিশেষ করে নতুন সদস্যদের মধ্য থেকে অনেকেই এলাকায় পরিচিত মুখ ও জনপ্রিয় কর্মী। তারা আগে থেকেই সামাজিক ও সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। এই অভিজ্ঞতাকে মূলধন করেই আগামী দিনে প্রজন্ম ৭১ একটি শক্তিশালী জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে পরিণত হবে— এমনটাই প্রত্যাশা সবার।

চিত্রমাধ্যমে প্রচার ও অনলাইন কার্যক্রমও বাড়ছে
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই সোশ্যাল মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা শুরু হয়েছে। ফেসবুক পেইজ, পোস্টার, ভিডিও বার্তা ইত্যাদির মাধ্যমে সংগঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তরুণ নেতৃত্ব এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে সংগঠনের অবস্থান আরও শক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

রাজশাহীতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর নবগঠিত আহ্বায়ক কমিটি এক নতুন সময়ের সূচনা করেছে। তরুণ নেতৃত্বের হাত ধরে সংগঠন শুধু শহরে নয়, প্রান্তিক পর্যায়েও বিস্তৃত হবে এমন প্রত্যাশা সকলের। গণতন্ত্র, জাতীয়তা ও মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে এই সংগঠন আগামীর রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটিতে জায়গা পেল একঝাঁক তরুণ নেতৃত্ব। সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনে তরুণদের হাতেই দায়িত্বভার তুলে দেওয়া হলো।

রাজশাহী মহানগরে প্রজন্ম ৭১ এর নবগঠিত কমিটিতে তরুণদের নেতৃত্বে নতুন যুগের সূচনা

আপডেট সময় : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫

তন্ময় দেবনাথঃ রাজশাহী মহানগরে  প্রজন্ম ৭১ এর নবগঠিত কমিটিতে তরুণদের নেতৃত্বে নতুন যুগের সূচনা, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি, আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইউব আহম্মেদ শাহী এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোরশেদ-এর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

নতুন এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ সৈকত পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এরশাদ আলী এরশাদ। এছাড়াও মোঃ রবিউল ইসলাম রাসেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

তরুণ নেতৃত্বের এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন —
মোঃ মামুন আলী, মোঃ সাকিল আহম্মেদ আলী, মোঃ সজীব হোসেন, মোঃ মাহফুজ আলী মানিক, মোঃ শিমুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল, মোঃ রাসেল জামান রাসেল, সাব্বির হোসেন জীবন, মোঃ মেহেদী হাসান পলাশ, মোঃ নাদীম হাসান, মোঃ পায়েল সরকার, মোঃ মানিক, মোঃ রিয়াজুল ইসলাম রাজীব, মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ আব্দুল সালাম, মোঃ সাঈদ আলী, মোঃ আমীর হামজা, মোঃ ফায়সাল ঋত্তিক এবং মোঃ ইফাত হোসেন।

এছাড়াও নতুন কমিটিতে আরও ২৮ জন সদস্য যুক্ত হয়েছেন, যাদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তরুণদের হাতেই দায়িত্ব — নেতৃবৃন্দের বক্তব্য: সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন এক বিবৃতিতে বলেন,
“স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এগিয়ে যাচ্ছে। তরুণদের হাত ধরে রাজশাহীতে সংগঠন আরও শক্তিশালী হবে বলেই আমরা বিশ্বাস করি।”

রাজশাহী মহানগর আহ্বায়ক মোঃ সৈকত পারভেজ বলেন,
“রাজশাহীতে তরুণ প্রজন্মকে সংগঠিত করে আমরা গণতান্ত্রিক আন্দোলনকে গতিশীল করবো। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি ওয়ার্ডে প্রজন্ম ৭১-এর কার্যকর ও দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা।”

সদস্য সচিব মোঃ এরশাদ আলী এরশাদ তার প্রতিক্রিয়ায় বলেন,
“আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহীর প্রতিটি প্রান্তে প্রজন্ম ৭১-এর বার্তা পৌঁছে দিতে কাজ করবো। তরুণদের সক্রিয় অংশগ্রহণেই আমরা সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে পারবো।”

রাজশাহী: রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল
রাজশাহী মহানগর সবসময়ই একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানে ছাত্ররাজনীতি, যুবরাজনীতি এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে বিভিন্ন দল ও উপদলের। এই প্রেক্ষাপটে, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর নতুন আহ্বায়ক কমিটির গঠন ভবিষ্যৎ রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশেষ করে, যারা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে আসছেন, তাদের জন্য এই তরুণ নেতৃত্ব আশার আলো হয়ে এসেছে। এই নেতৃত্ব চেতনায় নতুন মাত্রা যোগ করবে — এমনটাই প্রত্যাশা দলের অভিজ্ঞ নেতাদের।

তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
নতুন কমিটির অন্যতম লক্ষ্য হচ্ছে রাজশাহী মহানগরের তৃণমূল ও ওয়ার্ড পর্যায়ে প্রজন্ম ৭১-এর বিস্তৃতি নিশ্চিত করা। ওয়ার্ডভিত্তিক টিম গঠন, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করা এবং সামাজিক কাজের মাধ্যমে সংগঠনের পরিচিতি বাড়ানো— এসবই থাকছে তাদের কর্মপরিকল্পনায়।

কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক টিম গঠন করে আগামী কয়েক মাসের মধ্যে রাজশাহী শহরের ৩০টি ওয়ার্ডেই দৃশ্যমান কার্যক্রম পরিচালিত হবে।

তরুণ নেতৃত্বে নতুন সম্ভাবনার দ্বার
তরুণদের নেতৃত্বে গঠিত এই আহ্বায়ক কমিটিকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের তরুণ নেতাকর্মীরা মনে করছেন, এই কমিটি শুধু রাজশাহীতেই নয়, বরং জাতীয় রাজনীতিতেও ভবিষ্যতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হবে।

বিশেষ করে নতুন সদস্যদের মধ্য থেকে অনেকেই এলাকায় পরিচিত মুখ ও জনপ্রিয় কর্মী। তারা আগে থেকেই সামাজিক ও সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। এই অভিজ্ঞতাকে মূলধন করেই আগামী দিনে প্রজন্ম ৭১ একটি শক্তিশালী জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে পরিণত হবে— এমনটাই প্রত্যাশা সবার।

চিত্রমাধ্যমে প্রচার ও অনলাইন কার্যক্রমও বাড়ছে
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই সোশ্যাল মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা শুরু হয়েছে। ফেসবুক পেইজ, পোস্টার, ভিডিও বার্তা ইত্যাদির মাধ্যমে সংগঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তরুণ নেতৃত্ব এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে সংগঠনের অবস্থান আরও শক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

রাজশাহীতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর নবগঠিত আহ্বায়ক কমিটি এক নতুন সময়ের সূচনা করেছে। তরুণ নেতৃত্বের হাত ধরে সংগঠন শুধু শহরে নয়, প্রান্তিক পর্যায়েও বিস্তৃত হবে এমন প্রত্যাশা সকলের। গণতন্ত্র, জাতীয়তা ও মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে এই সংগঠন আগামীর রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।