ভাঙ্গায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ প্রতিবাদ ও সড়ক অবরোধ

- আপডেট সময় : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আপা গেছে যেপথে জাপা যাবে সেই পথে এ শ্লোগান ধ্বনিতে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর সেনাবাহিনী ও পুলিশের নৃশংশ হামলার প্রতিবাদে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সড়ক অবরোধ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।
শনিবার বিকেল পাঁচটার দিকে পৌর এলাকার মাদানি নগরের মোমেনা টাওয়ার গণপরিষদ অফিস কার্যালয় থেকে মিছিলটি বেড় করা হয়। মিছিলের নেতৃত্ব দেন ভাঙ্গা জেলা গণপরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন, সিনিয়র সহসভাপতি রুবেল শেখ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হারুন আর রশীদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সুলতানা ইসলাম, ভাঙ্গা উপজেলা গণপরিষদের আহবায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব আতিকুল্লাহ হেলাল প্রমুখ। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙ্গা মাওয়া মহাসড়ক ও বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ৩০ মিনিটের অবরোধ কর্মসূচি পালন করে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ কর্মসূচি তুলে নেয়।