কাউনিয়ায় বিএমপির অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও ২০ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 2
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র, ইয়াবা, গাঁজা, মদ এবং মাদক বিক্রির ২০ লাখ টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত সুমন হাওলাদার ওরফে মান্না সুমন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রাশিক মুরাদ অভির নেতৃত্বে আভিযানিক টিম ও টহল ডিউটিতে থাকা মোবাইল-০৩ এর সদস্যরা বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় সুমনের টিনসেট বাড়িতে অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তার শিল্পি বেগম (৩৮)-এর হেফাজত থেকে উদ্ধার করা হয়—
৯টি দেশীয় ধারালো অস্ত্র
১০২ পিস ইয়াবা ট্যাবলেট
৫০ গ্রাম গাঁজা
২৫০ মিলিলিটার মদ
মাদক বিক্রয়লব্ধ নগদ ২০,৪৮,৫১০ টাকা
এ ঘটনায় পলাতক সুমন হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেপ্তার শিল্পি বেগমের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হচ্ছে।























