ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিয়ে শান্ত-তাইজুলদের প্রশংসায় হামফ্রেস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 11

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দল। দিন শেষে ২১৫ রানে পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড দল। এদিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন তাদের স্পিনার ম্যাথু হামফ্রেস।র। 

হামফ্রেস বলেছেন, ‘হ্যাঁ, কঠিন দিন ছিল। আমাদের মাইন্ডসেট একদম পরিষ্কার ছিল। ব্যাটিংটা আসলে যুতসই হয়নি। আমরা মনে হয় চিন্তা করিনি যে আরো দুই দিন বাকি আছে। দেখা যাক কালকে কী হয়।’

বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে তিনি বললেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে, তাদের খেলার জন্য। তারা আসলে আমাদের অত বেশি সুযোগ দেয়নি। যে কারণে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। শান্ত এবং (লিটন) দাস এসে উল্টো আমাদের আরো চাপে ফেলে দিয়েছে। কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে হামফ্রেস বলেছেন, ‘হ্যাঁ, সে (শান্ত) অনেক ভালো করেছে। সে টপ ক্লাস প্লেয়ার। আমরা এটা জানতাম। সে শুরুটাও ভালো করেছে। নতুন বলটা সামলে নিয়েছে। শুরুতে আমরা ২ উইকেট নিলে চাপ দিয়েছিলাম। পরে দারুণ সব শট খেলে আমাদের আবার চাপে ফেলে দিয়েছে।’

পরে শান্ত এবং লিটনের জুটি নিয়ে হামফ্রেস বলেন, ‘যখন (দিনের) শুরুতে ২ উইকেট নিয়ে ফেললাম, নতুন ২ জন ব্যাটার ক্রিজে চলে আসলো। আমরা চেয়েছিলাম দ্রুত বাংলাদেশকে থামাতে। হয়তো ১৫০ রানের আশেপাশের লিডে থামানোর সুযোগ ছিল। তবে এই দুজন সেটা হতে দেয়নি। এখন ৩০০-এর বেশি রানের লিড নিয়ে ফেলেছে।’

এরপর তাইজুলকে নিয়ে হামফ্রেস বলেছেন, ‘সে এই কন্ডিশনে অন্যতম সেরা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্পিনাররা অ্যাঙ্গেলটা ভালোভাবে ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করছি এসব শেখার। তবে এমন কন্ডিশনে অনেক সময় কাজটা কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।’

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিয়ে শান্ত-তাইজুলদের প্রশংসায় হামফ্রেস

আপডেট সময় : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দল। দিন শেষে ২১৫ রানে পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড দল। এদিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন তাদের স্পিনার ম্যাথু হামফ্রেস।র। 

হামফ্রেস বলেছেন, ‘হ্যাঁ, কঠিন দিন ছিল। আমাদের মাইন্ডসেট একদম পরিষ্কার ছিল। ব্যাটিংটা আসলে যুতসই হয়নি। আমরা মনে হয় চিন্তা করিনি যে আরো দুই দিন বাকি আছে। দেখা যাক কালকে কী হয়।’

বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে তিনি বললেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে, তাদের খেলার জন্য। তারা আসলে আমাদের অত বেশি সুযোগ দেয়নি। যে কারণে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। শান্ত এবং (লিটন) দাস এসে উল্টো আমাদের আরো চাপে ফেলে দিয়েছে। কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে হামফ্রেস বলেছেন, ‘হ্যাঁ, সে (শান্ত) অনেক ভালো করেছে। সে টপ ক্লাস প্লেয়ার। আমরা এটা জানতাম। সে শুরুটাও ভালো করেছে। নতুন বলটা সামলে নিয়েছে। শুরুতে আমরা ২ উইকেট নিলে চাপ দিয়েছিলাম। পরে দারুণ সব শট খেলে আমাদের আবার চাপে ফেলে দিয়েছে।’

পরে শান্ত এবং লিটনের জুটি নিয়ে হামফ্রেস বলেন, ‘যখন (দিনের) শুরুতে ২ উইকেট নিয়ে ফেললাম, নতুন ২ জন ব্যাটার ক্রিজে চলে আসলো। আমরা চেয়েছিলাম দ্রুত বাংলাদেশকে থামাতে। হয়তো ১৫০ রানের আশেপাশের লিডে থামানোর সুযোগ ছিল। তবে এই দুজন সেটা হতে দেয়নি। এখন ৩০০-এর বেশি রানের লিড নিয়ে ফেলেছে।’

এরপর তাইজুলকে নিয়ে হামফ্রেস বলেছেন, ‘সে এই কন্ডিশনে অন্যতম সেরা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্পিনাররা অ্যাঙ্গেলটা ভালোভাবে ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করছি এসব শেখার। তবে এমন কন্ডিশনে অনেক সময় কাজটা কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।’