ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এবি পার্টিকে সমর্থন করে ২১ শতাংশ মানুষ : আইআরআই জরিপ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 4

ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটি সাম্প্রতিক জাতীয় জরিপ প্রকাশ করেছে। 

এরই ধারাবাহিকতায় বুধবার (৩ ডিসেম্বর) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআই-এর প্রতিনিধি দলের নেতাদের সাথে এক সংলাপে মিলিত হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন– সার্ভে রিসার্চ সেন্টারের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লকেল, রিজিয়নাল ডিরেক্টর স্টিভ চিমা, পরামর্শক আমিতাভ ঘোষ।

সংলাপের সময় তারা তাদের সাম্প্রতিক ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ জরিপের ফলাফল উপস্থাপন করেন এবং এবি পার্টি সম্পর্কিত গ্রাফ ও পরিসংখ্যান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

জরিপে উঠে এসেছে উল্লেখযোগ্য কিছু তথ্য। এবি পার্টিকে চেনেন ৮৪ শতাংশ, সমর্থন করেন: ২১ শতাংশ মানুষ। আইআরআই প্রতিনিধি দল এবি পার্টির ধারাবাহিক বৃদ্ধি ও জনগণের মধ্যে ক্রমবর্ধমান পরিচিতিকে প্রশংসা করেন।

এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, শ্যাডো বিষয়ক কমিটির সদস্য ইমরান মাহমুদ।

সংলাপ শেষে এবি পার্টির পক্ষ থেকে আইআরআই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবি পার্টিকে সমর্থন করে ২১ শতাংশ মানুষ : আইআরআই জরিপ

আপডেট সময় : ১০:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটি সাম্প্রতিক জাতীয় জরিপ প্রকাশ করেছে। 

এরই ধারাবাহিকতায় বুধবার (৩ ডিসেম্বর) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআই-এর প্রতিনিধি দলের নেতাদের সাথে এক সংলাপে মিলিত হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন– সার্ভে রিসার্চ সেন্টারের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লকেল, রিজিয়নাল ডিরেক্টর স্টিভ চিমা, পরামর্শক আমিতাভ ঘোষ।

সংলাপের সময় তারা তাদের সাম্প্রতিক ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ জরিপের ফলাফল উপস্থাপন করেন এবং এবি পার্টি সম্পর্কিত গ্রাফ ও পরিসংখ্যান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

জরিপে উঠে এসেছে উল্লেখযোগ্য কিছু তথ্য। এবি পার্টিকে চেনেন ৮৪ শতাংশ, সমর্থন করেন: ২১ শতাংশ মানুষ। আইআরআই প্রতিনিধি দল এবি পার্টির ধারাবাহিক বৃদ্ধি ও জনগণের মধ্যে ক্রমবর্ধমান পরিচিতিকে প্রশংসা করেন।

এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, শ্যাডো বিষয়ক কমিটির সদস্য ইমরান মাহমুদ।

সংলাপ শেষে এবি পার্টির পক্ষ থেকে আইআরআই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।