আজ (শুক্রবার) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে চোখ থাকবে কোটি কোটি ভক্তের। ফিফা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে জানানো হবে আগামী আসরে কে কার মুখোমুখি হচ্ছে। তবে বিশেষ নজরে থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেও। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একটি নতুন পুরস্কার তুলে দেবেন তার হাতে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা।
এই বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দিতে চলেছেন।
ফিফা জানায়, বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে। তবে বিজয়ী কীভাবে নির্বাচিত হবেন তা স্পষ্ট নয়।
তবে গুঞ্জন উঠেছে, প্রথম এই পুরস্কার পেতে যাচ্ছেন ট্রাম্প। ঠিক গুঞ্জন নয়, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে প্রায় নিশ্চিতভাবে বলা যায়, তাকেই দেওয়া হচ্ছে ফিফা শান্তি পুরস্কার।

নতুন এই পুরস্কার দেওয়া হবে ড্রয়ের ভেন্যুতেই: হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজে। ফিফা যদিও প্রার্থীর নাম প্রকাশ করতে চাইছে না। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক ঘনিষ্ঠতা খোলাসা করছে বিজয়ীর নাম।
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।
ধারণা করা হচ্ছে, শান্তিতে নোবেল জিততে না পারায় সান্ত্বনা পুরস্কার হিসেবে ট্রাম্পকে দেওয়া হচ্ছে ‘ফিফা শান্তি পুরস্কার’। তার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সহ আয়োজক মেক্সিকো ও কানাডার শীর্ষ নেতারা। তাদের সামনেই ফিফার আবির্ভুত নতুন এই পুরস্কার জিতে সান্ত্বনা হয়তো খুঁজে পেলেও পেতে পারেন ট্রাম্প।v























