সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জবাসীকে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানালেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকবেলায় নারায়ণগঞ্জবাসীকে সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষ, দিনমজুর,অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন।
সোমবার ( ৩০ মার্চ, ২০২০ই) সামাজিক যোগাযোগা মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।
ইতিমধ্যে, সরকারি ত্রান তহবিল থেকে পাঠানো ত্রান ঘরে ঘরে পৌছে দিচ্ছেন জেলা প্রশাসক সহ বিভিন্ন উপজেলায় নিয়োজিত কর্মকর্তারা।
প্রসঙ্গত, করোনভাইরাস এর সংক্রমন রোধে ২৬ মার্চ থেকে ০৪ এপ্রিল পর্যন্ত সকল প্রকার সরকারি বেসরকারি ছুটি ঘোষনা করার পাশাপাশি সরকারর পক্ষ থেকে বাড়ি থেকে অযথা বের না হওয়ার শক্ত নিদের্শনা থাকায় বেকার হয়ে পড়েছেন অনেকে। ফলে তাদের মধ্যে অনেকেই আর্থিক সংঙ্কট এবং খাদ্যের অভাবে ভুগছেন।