সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটের আক্কেলপুরে ওএমএসসের চালসহ আটক-১

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২২ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে সরকারি ওএমএসসের অবৈধভাবে মজুদ রাখা ৮৫ বস্তা চালসহ মেহেদী হাসান বাঘা নামে এক ডিলারকে আটক করেছে র্যাব-৫। সোমবার বিকেল ৩টায় তাকে আটক করা হয়। আটককৃত বাঘা আক্কেলপুর সোনামুখি ইউনিয়নের কোলা-গনিপুর গ্রামের আশরাফুলের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, নামে বে-নামে বিভিন্নভাবে চালগুলো উত্তোলন করে ডিলার অবৈধভাবে তার গোডাউনে মজুদ করে রেখেছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ৮৫ বস্তা চালসহ ডিলার মেহেদী হাসান বাঘাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।